সৌদি জোটের পর ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার বন্ধ

সৌদি জোটের পর ইসরাইলে আলজাজিরার ইংরেজি ও আরবি ভার্সনের কার্যক্রম বন্ধ করে দেয়ার কথা জানিয়েছেন দেশটির যোগাযোগ মন্ত্রী।

রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসরাইলের যোগাযোগমন্ত্রী আইউব কারা।

তবে কবে থেকে কার্যক্রম বন্ধ করতে হবে তা স্পষ্ট করে বলেননি তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, আল জাজিরার সংবাদ কর্মীদের ও তাদের জেরুজালেমের অফিস বন্ধ করার জন্য বলা হয়েছে।

আলজাজিরা নিষিদ্ধ করার কারণ হিসেবে তিনি বলেন, আমাদের এই সিদ্ধান্ত নেয়ার ভিত্তি হল কয়েকটি সুন্নি আরব রাষ্ট্র আল জাজিরা ও তাদের কার্যক্রম বন্ধ করেছে।

তিনি আরও বলেন, এই চ্যানেলটি ‘সন্ত্রাস’ বৃদ্ধিতে সহায়তা করছে।

দেশটিতে আল জাজিরার সম্প্রচার ও বন্ধ করতে বলেছে দেশটি। ওই সংবাদ সম্মেলনে আল জাজিরার সাংবাদিককে ঢুকতে দেয়া হয়নি।

গত কয়েকমাস আগে সৌদি আরব, জর্ডান ও আরব আমিরাত একসঙ্গে ‘সন্ত্রাসে’ উসকানি দেয়ার অভিযোগে আলজাজিরার সম্প্রচার বন্ধ ও দেশগুলোতে চ্যানেলটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

এরও দুই বছর আগে মিশর চ্যানেলটির কার্যক্রম বন্ধ করে দেয়।