স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

কুষ্টিয়ায় স্ত্রীর দায়ের করা মামলায় এক পুলিশ কর্মকর্তার ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম মেজবাউল হক এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক তহিদুল ইসলাম যশোর সিইডিতে কর্মরত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, কুমারখালী উপজেলার নগর সাওতা গ্রামের মৃত সামছুদ্দিন বিশ্বাসের ছেলে তহিদুল ইসলাম তৌহিদ ১৯৮৪ সালে এসএসসি পাস করে। ১৯৮৫ সালে তৌহিদ পুলিশে যোগদান করে। ১৯৯০ সালে কুমারখালী উপজেলার লাহিনপাড়া গ্রামের আক্কাস আলীর দ্বিতীয় কন্যা লুৎফুন্নাহান রুনাকে বিয়ে করে তহিদুল।

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে উপ-পরিদর্শক তহিদুল ইসলাম আবার দ্বিতীয় বিয়ে করে। পরে প্রথম স্ত্রী লুৎফর নাহার ২০১০ সালে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯৬১ সালের ৬(৫) ধারার মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে এসআই তহিদুল ইসলাম তৌহিদকে ৬ মাসের জেল ও দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম মেজবাউল হক। জরিমানার টাকা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

স্থানীয়রা জানায়, বর্তমানে তহিদুলের বিভিন্ন অঞ্চলে একাধিক স্ত্রী রয়েছে। এসআই তহিদুল ইসলামের বিরুদ্ধে আরও ৫টি মামলা বিচারাধীন রয়েছে।