হজযাত্রীদের চিকিৎসায় মেডিকেল দল ঘোষণা

আসন্ন হজে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ২৬৭ সদস্যবিশিষ্ট হজ মেডিকেল দল ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ -১) মো. আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো এনায়েত হোসেনকে চিকিৎসক দলের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।

বাকিদের মধ্যে ১১৫ জন চিকিৎসক, ৯৭ জন নার্স/ব্রাদার, ৪৩ জন ফার্মাসিস্টি ও ১২ জন স্বাস্থ্য সহকারী/প্যারামেডিক্স/ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে।

জানা গেছে, দুই পর্যায়ে মেডিকেল টিমের সদস্যরা সৌদি আরব যাবেন। প্রথম দলটি এনায়েত হোসেনের নেতৃত্বে ২২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর ও দ্বিতীয় দলটি লে. কর্নেল জুলফিকার আলমের নেতৃত্বে ২৪ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।