হেফাজতের মামলায় রাব্বির জামিন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হেফাজতে ইসলামের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের গণজাগরণের মঞ্চের অন্যতম উদ্যোক্তা রাফিউর রাব্বী। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৫ হাজার টাকার মুচলেকায় তাকে ৪ জুন পর্যন্ত জামিন দেন।

গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রাফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রেখেছেন।

সেখানে রাফিউর রাব্বি বলেন, ‘যদি বাংলার মানুষ জানত সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ, তবে ৩০ লাখের শহীদদের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।’

মামলায় বাদী অভিযোগ করেন, রাব্বির ওই বক্তব্য বাদীসহ সারাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের ওপর আঘাতের শামিল।
তাছাড়া এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল বলেও বাদী অভিযোগ করেন।