হোয়াইট হাউসের প্রেস সচিবের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্ত মেনে নিতে না পারার কারণেই নিজ পদ ছেড়েছেন বলে জানিয়েছেন স্পাইসার।

স্থানীয় সময় শুক্রবার সকালে পদত্যাগ করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্কের বিনিয়োগকারী অ্যান্থনি স্কারামুচ্চিকে যুক্তরাষ্ট্রের যোগাযোগ প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন স্পাইসার।

আজ সকাল ১০টায় অ্যান্থনিকে চাকরির প্রস্তাব দেন ট্রাম্প। তখনই নিজের পদত্যাগের কথা জানান স্পাইসার। তবে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন ট্রাম্প।

তবে ট্রাম্পের ওই অনুরোধ প্রত্যাখ্যান করেন স্পাইসার। তাঁর মতে, অর্থসংক্রান্ত কাজে জড়িত অ্যান্থনি নতুন পদের জন্য উপযুক্ত নন।