২২ দিন ইলিশ ধরা নিষেধ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় আগামী ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলা ও সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এবারের স্লোগান ‘মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ দিন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা নিন’।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা যাবে না। প্রজননসক্ষম ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদী ও মোহনায় উঠে আসে। এ সময় ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী ২২ দিন মা ইলিশ নিধন, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান জানান, নিষেধাজ্ঞা চলার সময় কেউ মাছ ধরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য কারাদণ্ড ও অর্থ জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।