৩ বছরের অজ্ঞাতবাসে কোথায় ছিলেন নরেন্দ্র মোদি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের অনেক অধ্যায়ই সকলের জানা, আবার অনেক কিছু এমন কথাও আছে যা সকলে হয়তো জানে না। আর তার মধ্যে একটি হল তার হিমালয় পর্ব।

বলা হয়ে থাকে হিমালয়েই বেশ কয়েক বছর অজ্ঞাতবাসে ছিলেন মোদি। সে সময় তার পরিবারেরও কেউ জানত না যে তিনি কোথায় রয়েছেন, জীবিত রয়েছেন কিনা সে বিষয়েও ছিল ধোঁয়াশা।

মোদির এই তথ্য প্রকাশ্যে আসে ২০১৫ সালে, যখন পশ্চিমবঙ্গে তিনি বেলুড় মঠে আসেন। শোনা যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় মোদির জ্যাকেটে যে ফুলটি ছিল তা মঠের থেকে প্রসাদরূপে এসেছিল।

বেলুড় মঠে তিনি স্বামী আত্মস্থানন্দের সঙ্গে দেখা করেন, যাকে তিনি গুরু হিসেবে মনে করেন। তখনই প্রকাশ্যে আসে অনেক আগে মোদি এই মঠে আসেন সন্ন্যাস(সাধু) গ্রহণের জন্য। কিন্তু তার অনুরোধ মানা হয়নি সে সময়।

শোনা যায়, সে সময় মোদির বয়স ছিল ১৬ বছর। তখনই স্বামী আত্মস্থানন্দের কাছে দীক্ষা নেন তিনি। মোদি তার আইডল স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে হিমালয়ে গিয়েছিলেন বলে শোনা যায়।