৪০ বছর আগের কম্পিউটার, দাম আড়াই কোটি টাকা

ব্র্যান্ড নেম Apple। নতুন কোনও IPhone বেরোলে তা কেনার জন্যে বিশ্বের উন্মাদনা থাকে চরমে। কিন্তু এমন কিছু মানুষও আছেন, যাঁরা পুরনো জিনিসের জন্যে জলের মতো টাকা খরচ করতে পারেন।

নিউ ইয়র্ক শহরের ক্রিস্টিজ-এ নিলামে উঠেছিল স্টিভ জোবস-এর তৈরি করা ৪০ বছর পুরনো অ্যাপেল ১ কমপিউটার। বিক্রি হল ৩ লাখ ৫৫ হাজার ৫০০ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

১৯৭৬ সালে যে ৬৬টি কমপিউটার স্টিভ জোবস এবং স্টিভ ওজনিয়াক নিজের হাতে তৈরি করেছিলেন, এটি তারই অন্যতম। এটিই ছিল অ্যাপেলের প্রথম পার্সোনাল কমপিউটার অ্যাসেম্বলড মাদারবোর্ড সহ।

Byte Shop-এ ৫০টি কমপিউটারের বরাত পান জোবস এবং ওজনিয়াক। জোবসের বাড়ি বসে রাত দিন এক করে তাঁরা কমপিউটারগুলি তৈরি করেন। শুরুতে এই মডেলটির দাম ছিল ৬৬৬.৬৬ মার্কিন ডলার।-এই সময়