৭৩ বলে ১৬১ রানের বিস্ফোরক ইনিংস!

টি২০ ক্রিকেট মানেই চার-ছক্কার বাহারি মার। বিস্ফোরক সব ইনিংস থাকবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে।

আর এমনই এক বিস্ফোরক ইনিংস ক্রিকেট ভক্তদের উপহার দিলেন ইংলিশ ব্যাটসম্যান অ্যাডাম লাইথ।

ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে বৃহস্পতিবার হেডিংলিতে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ইয়র্কশায়ারের হয়ে ৭৩ বলে ১৬১ রানের এক দানবীয় ইনিংস খেলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

ইংল্যান্ডে এটি টি২০তে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

আগে ব্যাট করে লাইথের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ইয়র্কশায়ার করে ৪ উইকেটে ২৬০ রান। প্রথম ফিফটি পূর্ণ করতে লাইথ বল খেলেন মাত্র ২১টি। ৪৯ বলে ছুঁয়েছেন টি২০ প্রথম সেঞ্চুরি।

একসময় ছুটছিলেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের (গেইল, ১৭৫) পথে। শেষ পর্যন্ত শেষ ওভারের চতুর্থ বলে সীমানায় ধরা পড়েন ১৬১ রানে। লাইথের ইনিংসে ৭টি ছক্কার পাশাপাশি ছিল ২০টি চারের মার।

লাইথের দানবীয় এই ইনিংসে ভর করেই ইয়র্কশায়ার জিতেছে ১২৪ রানে। নর্দাম্পটনশায়ার মাত্র ১৩৬ রান করে।