বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 21 - সুপার মার্কেটটি বন্ধ।
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Sharon জেফ, আমি বাজারে যাচ্ছি. তুমি আমার সঙ্গে আসতে চাও?
Jeff, I'm going to the supermarket. Do you want to come with me?
Jeff আমার মনে হয় বাজার এখন বন্ধ।
I think the supermarket is closed now.
Sharon তাই? কখন বন্ধ হয়?
Oh, When does it close?
Jeff রবিবারে ৭টায়।
It closes at 7:00 on Sundays.
Sharon ও!
That's too bad.
Jeff চিন্তা কর না। কাল সকালে যেতে পারি। ৮টায় খোলে।
Don't worry, we can go tomorrow morning. It opens at 8:00.
Sharon ঠিক আছে। এখন কি করতে চাও?
Alright. What do you want to do now?
Jeff আধ ঘন্টা হাটি। আমার বোন ৮.৩০ টায় আসবে আর তখন আমরা সকলে খেতে যেতে পারি।
Lets take a walk for a half an hour. My sister will get here at about 8:30PM and then we can all go out to dinner.
Sharon উনি কোথায় থাকেন?
Where does she live?
Jeff সান্ ফ্রানসিস্কোতে।
She lives in San Francisco.
Sharon উনি কত দিন আছেন ওখানে?
How long has she lived there?
Jeff ১০ বছর আমার মনে হয়।
I think she's lived there for about 10 years.
Sharon সে তো অনেক দিন। এর আগে কোথায় থাকতেন?
That's a long time. Where did she live before that?
Jeff সান্ ডিয়েগো।
San Diego.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।