বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 98 - উপহার
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Jonathan ডরথী, খ্রীষ্টমাস কাটাবার জন্য তুমি কি পরিকল্পনা করছ?
Dorothy what are your plans for Christmas?
Dorothy ও হ্যাঁ, প্রায় খ্রীষ্টমাস এসে গেল, তাই না? ঠিক জানিনা, তখন আমি কি করব।
Oh yes, it's almost Christmas, isn't it. I'm not sure what I'll be doing then.
Jonathan বেশ, তোমার কোন পরিকল্পনা না থাকলে, আমার বাড়িতে তোমার পরিবার নিয়ে ডিনারে এস।
Well, if you don't have any plans, you family could have dinner at my house.
Dorothy তোমার বদান্যতার জন্য ধন্যবাদ। তোমার কেনাকাটা কি শেষ হয়েছে?
That's very nice of you, thanks. Have you finished your shopping yet?
Jonathan না, আমার এখনও ওটা করতে হবে। সপ্তাহান্তে মলে যাব বলে আমি ভাবছি।
No, I still have to do that. I think I'll go to the mall this weekend.
Dorothy মলে খুব ভীড় হবে। তুমি বরং অনলাইনে বাজার কর।
It's going to be really crowded at the mall. You should shop online.
Jonathan তুমি ঠিকই বলেছ। আমার পরিবারের সকলে বই পড়তে ভালবাসে তাই তাদের আমাজন.কম থেকে আমি সব উপহার দিতে পারি।
You're right. My family loves to read, so I can probably get them all presents from Amazon.com.
Dorothy তোমার স্ত্রীকে কি দেবে বলে ভাবছ?
What do you think you'll get for your wife?
Jonathan সম্ভবত: একটি রোমান্সের উপন্যাস। তাকে সর্বক্ষণ ওগুলো পড়তে দেখি।
Probably a romance novel. It seems like she's always reading one of those.
Dorothy তুমি কি আর একটু দামী কিছু দেবার কথা ভাবছ না? যেমন গহনা বা নূতন কম্পিউটার।
Don't you think you should get her something a little more expensive, like jewelry or maybe a new computer?
Jonathan তুমি হয়ত ঠিকই বলছ। উপহার কেনা বেশ কঠিন। আমার মনে হয় আমার স্ত্রীর যা ভাললাগে সবই তার আছে। আমার তাকে জিঙ্গেস করা উচিত।
Maybe you're right. It's hard buying gifts. I think my wife has everything she wants. Maybe I should just ask her.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।