নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Gary
|
হ্যালো?
| |
|
Nancy
|
এই যে গ্যারী, কি খবর?
| |
|
Gary
|
তোমার সাথে বহুদিন কথা হয়নি, তোমার কি খবর?
| |
|
Nancy
|
তুমি শুনেছ কিনা জানিনা, আমি এল এতে একটা নূতন এ্যাপার্টমেন্টে উঠেছি।
| |
|
Gary
|
না, শুনেছিলাম তুমি যাবে বলে ভাবছিলে, কিন্তু আমি জানতাম না তুমি এরমধ্যে একটা জায়গা খুঁজে পেয়েছ। ভাল হল।
| |
|
Nancy
|
হ্যাঁ, এ ব্যাপারে আমি খুবই খুশি।
| |
|
Gary
|
তোমার কোন রুমমেট আছে?
| |
|
Nancy
|
না, এবার নেই। এটা আমার পক্ষে একটা বড় পরিবর্তন, কারন আমি কখনও একা থাকিনি।
| |
|
Gary
|
তোমার কি মনে হয় তোমার একা-একা লাগবে?
| |
|
Nancy
|
না, তা নয়। আমার দু’বন্ধু ওই একই বাড়িতে থাকে। গতকাল আমরা এক সঙ্গে রাতের খাবার খেলাম।
| |
|
Gary
|
তারাও কি ছাত্র?
| |
|
Nancy
|
না, তারা ছাত্র নয়, তবে বাড়িটাতে বেশ কিছু ছাত্র থাকে।
| |
|
Gary
|
শুনে মনে হচ্ছে বেশ ভাল জায়গা।
| |
|
Nancy
|
হ্যাঁ, আমার মনে হয়, ইংরেজি শেখার জন্য এটি উত্তম পরিবেশ।
| |
|
Gary
|
যাই হোক, সবকিছু ঠিকভাবে হয়েগেল জেনে আমি খুব খুশি।
| |
|
Nancy
|
তোমার এখানে কোনো সময় আসা উচিত আমার সঙ্গে দেখা করতে। এখানে এমনকি একটি সাঁতারের পুকুর আছে।
| |
|
Gary
|
সেটা ভাল হবে। এ নিয়ে আমি ভেবে দেখব।
| |
|
|