বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 93 - আজকের খবর দেখেছ?
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Amanda জন, তুমি কি আজকের সংবাদ দেখেছ?
John, did you see the news today?
John না, কি হয়েছে?
No, what happened?
Amanda সান দিয়েগোতে একটা বড় ভূমিকম্প হয়েছে।
There was a big earthquake in San Diego.
John আহা, তাই নাকি।
Oh my goodness.
Amanda সংবাদে কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি এ ব্যাপারে কথা বলছিলেন।
The president was on the news talking about it earlier.
John কেউ ক্ষয়ক্ষতি হয়েছে?
Was anyone hurt?
Amanda মনে হয় তারা বলল দ’জন মানুষ মারা গেছে।
I think they said two people were killed.
John আহ, কি সাংঘাতিক।
Oh, that's terrible.
Amanda হ্যাঁ, তুমি এ ব্যাপারে কিছু শোননি তা আমার বিশ্বাস হচ্ছে না। তারা সারা দিন সি এন এনে এ ব্যাপারে কথা কলছিল।
Yeah, I can't believe you hadn't heard about it. They were talking about it on CNN all day.
John ওহ, আমি বেশির্ভাগ সময় টিভি দেখিনা।
Oh, I don't watch TV that often.
Amanda তুমি খবর দেখনা?
Don't you watch the news?
John না, সাধারণত: আমি অনলাইনে সংবাদ পড়ি। তবে আজ আমার কম্পিউটার চালু করার সময় পাইনি।
No, I usually read the news online, but I haven't had time to turn on my computer today.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।