বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 70 - গান শোনা
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Bill তুমি কি শুনছ?
What are you listening to?
Lucy আমি রেডিও শুনছি।
I'm listening to the radio.
Bill আমি তো জানি। কারা গাইছে?
I know that. Who are they playing?
Lucy অনুমান কর তো।
Guess.
Bill আমার মনে হয় বীটল দল, ঠিক না?
I think that's the Beatles, right?
Lucy একেবারে ঠিক। তুমি তাদেরকে চিনলে কিভাবে?
That's right. How did you know that?
Bill তারা কে আমার দেশে সবাই জানে। তারা বেশ খ্যাতিবান।
In my country everyone knows who they are. They're famous.
Lucy তাই?
Really?
Bill অবশ্যই। আমার বাবা-মা অনেক আগে তাদেরকে একটি কনসার্টে দেখেছিলেন।
Of course. My parents saw them at a concert a long time ago.
Lucy তুমি কি জানতে যে তারা ইংল্যান্ডের?
Did you know that they're from England?
Bill হ্যাঁ, অবশ্যই।
Yes, of course.
Lucy সচরাচর তুমি কী ধরণের গান শুনতে ভালবাস?
What kind of music do you usually listen to?
Bill আমি সবই শুনি। তবে আমার প্রিয় হচ্ছে পপ।
I listen to everything, but my favorite is Pop.
Lucy ওহ তাই। তোমার প্রিয় গায়ক কে?
I see. Who's your favorite singer?
Bill সেলিন ডিওন।
Celine Dion.
Lucy আমিও তাকে পছন্দ করি। তার দারুণ গলা।
I like her too. She's got a great voice.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।