বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 64 - তুমি খেলতে চাও?
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Erica এন্ড্রু, তুমি কি খেলবে?
Andrew, would you like to play a game?
Andrew খেলব, তবে কি খেলা?
OK, what kind of game?
Erica চল, তাস খেলি। তুমি ব্লাকজ্যাক খেলতে পারো?
Lets play cards? Do you know how to play Blackjack?
Andrew হ্যাঁ, ওটা সহজ। এ মুহুর্তে আমি তা খেলতে চাই না।
Yes, that's an easy game. I don't want to play that right now.
Erica ঠিক আছে, তোমার কি পকার খেলা মনে আছে?
OK, Do you remember how to play poker?
Andrew মনে হয়, কিন্তু তুমি খেলার নিয়ম কানুন আবার আমাকে বুঝিয়ে দাও।
I think so, but you're going to have to explain the rules to me again.
Erica আচ্ছা, এই কাগজের টুকরাটা দেখ। এখানে সব নিয়ম লেখা আছে।
OK. Look at this piece of paper. It has all the rules on it.
Andrew ঠিক আছে, আমার এখন মনে পড়ছে। মনে হচ্ছে গতবার যখন আমরা এ খেলা খেলেছিলাম, তুমি জিতেছিলে, আর আমি হেরে গিয়েছিলাম।
OK, yes. I remember now. I think the last time we played this game, you won and I lost.
Erica হ্যাঁ, খুব মজা হয়েছিল।
Yes, that was fun.
Andrew ঠিক আছে, চল খেলি। তবে এবার আমি টাকার বাজি ধরতে চাই না।
OK, let's play, but this time I don't want to bet money.
Erica ঠিক, আমরা বাজি ধরব না। আমরা শুধু মজা পাওয়ার জন্য খেলব।
OK, we won't bet. We'll just play for fun.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।