বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 46 - খবর রেখে যাওয়া
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (দেখানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Laura হ্যালো?
Jack এই যে, ওখানে কি হেদার আছেন?
Laura দুঃখিত, আমার মনে হয় আপনি ভুল নম্বরে যোগাযোগ করেছেন।
Jack এইটা কি ৬১৭-২২৮-২২৮৯?
Laura হ্যাঁ, আপনি কার খোঁজ করছেন বলুন তো আবার ?
Jack হেদার জনসন।
Laura ওহ, ভেবেছিলাম আপনি লরা বললেন। এ ব্যাপারে আমি দুঃখিত। এঁটাই সঠিক নম্বর। তবে হেদার এ মূহুর্তে এখানে নেই।
Jack জানেন কি সে কোথায় গিয়েছে?
Laura সে কিছু জিনিস কিনতে দোকানে গিয়েছে। আপনি কি কোন মেসেজ রাখতে চান?
Jack হ্যাঁ, অনুগ্রহ করে বলবেন যে এরিক মার্টিন ফোন করেছিল?
Laura এরিক, আমি তার রুমমেট ক্যাথি। দুয়েক মাস আগে আপনার সাথে খ্রীষ্টমাস পার্টিতে দেখা হয়েছিল।
Jack হ্যাঁ, ঠিক। আপনি কেমন আছেন?
Laura ভাল। হেদার ২০ মিনিটের মধ্যে ফিরে আসবে। আপনি ফোন করেছেন ওকে বলব।
Jack ধন্যবাদ।
Laura বাই। বিদায়।

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।