নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Jonathan
|
ডরথী, খ্রীষ্টমাস কাটাবার জন্য তুমি কি পরিকল্পনা করছ?
Dorothy what are your plans for Christmas?
| |
|
Dorothy
|
ও হ্যাঁ, প্রায় খ্রীষ্টমাস এসে গেল, তাই না? ঠিক জানিনা, তখন আমি কি করব।
Oh yes, it's almost Christmas, isn't it. I'm not sure what I'll be doing then.
| |
|
Jonathan
|
বেশ, তোমার কোন পরিকল্পনা না থাকলে, আমার বাড়িতে তোমার পরিবার নিয়ে ডিনারে এস।
Well, if you don't have any plans, you family could have dinner at my house.
| |
|
Dorothy
|
তোমার বদান্যতার জন্য ধন্যবাদ। তোমার কেনাকাটা কি শেষ হয়েছে?
That's very nice of you, thanks. Have you finished your shopping yet?
| |
|
Jonathan
|
না, আমার এখনও ওটা করতে হবে। সপ্তাহান্তে মলে যাব বলে আমি ভাবছি।
No, I still have to do that. I think I'll go to the mall this weekend.
| |
|
Dorothy
|
মলে খুব ভীড় হবে। তুমি বরং অনলাইনে বাজার কর।
It's going to be really crowded at the mall. You should shop online.
| |
|
Jonathan
|
তুমি ঠিকই বলেছ। আমার পরিবারের সকলে বই পড়তে ভালবাসে তাই তাদের আমাজন.কম থেকে আমি সব উপহার দিতে পারি।
You're right. My family loves to read, so I can probably get them all presents from Amazon.com.
| |
|
Dorothy
|
তোমার স্ত্রীকে কি দেবে বলে ভাবছ?
What do you think you'll get for your wife?
| |
|
Jonathan
|
সম্ভবত: একটি রোমান্সের উপন্যাস। তাকে সর্বক্ষণ ওগুলো পড়তে দেখি।
Probably a romance novel. It seems like she's always reading one of those.
| |
|
Dorothy
|
তুমি কি আর একটু দামী কিছু দেবার কথা ভাবছ না? যেমন গহনা বা নূতন কম্পিউটার।
Don't you think you should get her something a little more expensive, like jewelry or maybe a new computer?
| |
|
Jonathan
|
তুমি হয়ত ঠিকই বলছ। উপহার কেনা বেশ কঠিন। আমার মনে হয় আমার স্ত্রীর যা ভাললাগে সবই তার আছে। আমার তাকে জিঙ্গেস করা উচিত।
Maybe you're right. It's hard buying gifts. I think my wife has everything she wants. Maybe I should just ask her.
| |
|
|