বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 28 - তুমি কি ধরণের সংগীত পছন্দ কর ?
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Amy পল, তোমার কি ধরণের সঙ্গীত শুনতে ভাললাগে?
Paul, what kind of music do you like to listen to?
Paul সব রকম, কিন্তু বেশিরভাগ পপ্, রক্, আর ক্লাসিকাল। কেন?
All kinds, but mostly Pop, rock and classical. Why?
Amy আমার কাছে একটা ফাংশনের টিকিট আছে। আমার সঙ্গে যেতে চাও?
I have tickets to a show. Do you want to go with me?
Paul ওখানে কি ধরণের সঙ্গীত হবে।
What kind of music is it?
Amy পপ, মারাইয়া কারে।
Pop. It's Mariah Carey.
Paul কখন?
When is it?
Amy কাল, রাত ৮টায়।
At 8PM tomorrow night.
Paul হাঁ। যাব। তার আগে কি খেয়ে নেওয়া উচিত্?
Yeah, I'd like to go. Do you think we should have dinner first?
Amy হাঁ। ওটা ভাল কথা।
Yes, that's a good idea.
Paul আমার বাড়ির উলটা দিকে, রাস্তার ওপারের রেস্তোরাতে চল খাই।
Let's eat at the restaurant across the street from my apartment.
Amy ও, আমার মনে হয় আমি জানি কোন জায়গাটার বিষয় বলছ। গত মাস ওখানে খেয়েছিলাম, তাই না?
Oh, I think I know the place you mean. We ate there last month, right?
Paul হাঁ, ঠিক। তোমার স্মৃতিশক্তি খুব ভাল।
Yes, that's right. You have a good memory.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।