বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 41 - খাবারটির স্বাদ অসাধারণ
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Patrick খাবারটা কেমন হয়েছে?
How do you like the food?
Diane খুব সুস্বাদু। আপনি কি রেধেছন?
It tastes really great. Did you cook it?
Patrick হ্যাঁ, আজ বিকেলে তৈরী করলাম। আরও একটু নেবেন কি?
Yes. I made it this afternoon. Would you like some more?
Diane হাঁ, যদিও খুব সামান্য নিতে পারব। আমার পেট ভরে গেছে।
OK, just a little though. I'm really full.
Patrick ওহ, তাহলে আপনি তার পরিবর্তে সুপ খাবেন?
Oh. Would you like some soup instead?
Diane কিসের সুপ?
What kind is it?
Patrick টমেটো ও ভাতের। এটাঁ কি আগে কখন খেয়েছেন?
Tomato and rice. Have you had that before?
Diane না, এবারই প্রথম। খেতে কেমন লাগে?
No. This is my first time. How does it taste?
Patrick বেশ ভাল, খেয়ে দেখুন। আপনার কি মনে হয়?
It's good, try it. What do you think?
Diane ও! খুব ভাল। এটাও কি আপনি তৈরী করেছেন?
Wow. It is good. Did you make that also?
Patrick হ্যাঁ।
Yes.
Diane আপনি ভাল রাধুনী তো।
You're a really good cook.
Patrick ধন্যবাদ, পরেরবার আমাদের সবার জন্য চিকেন সুপ বানাব।
Thanks, next time I'll make chicken soup for us.
Diane শুনে ভালই লাগল। আপনি কি স্কুলে রান্না শিখেছিলেন?
That sounds good. Did you study cooking in school?
Patrick না, আমি নিজে নিজে শিখেছি। আমার কাছে রান্নার একটি বই আছে, সময় পেলেই পড়ি।
No, I learned by myself. I have a good cook book that I read when I have time.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।