বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 17 - তুমি ঠিকানা জান?
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Mark দয়া করে বলতে পারবেন কি করে মলে যাওয়া যায়?
Excuse me. Do you know how to get to the mall?
Betty নিশ্চয়ই। আমি ওখানে কাজ করতাম। এক মাইলের জন্য সোজা যান, তারপর আলোতে বা দিকে ঘুরবেন। মল আপনার ডান দিকে আসবে।
Sure, I used to work there. Go straight for about a mile, then turn left at the light. The mall will be on the right.
Mark ঠিকানাটা জানেন?
Do you know the address?
Betty হাঁ, ৫৪১ মেইন স্ট্রিট।
Yes, the address is 541 Main street.
Mark আমার জন্য একটু লিখে দেবেন?
Can you write it down for me please?
Betty নিশ্চয়।
No problem.
Mark হাইলান্ড এভিনিউ যাদি নিই তাহলে কি তাড়াতাড়ি হবে?
Is it faster if I take Highland avenue?
Betty না। আরও ঘুর হবে। ওই রাস্তায় অনেক বেশি ট্রাফিক আলো আছে।
No, that way is longer. There are more stop lights on that street.
Mark আমার মনে হয় আপনি ঠিক। অনেক ধন্যবাদ।
I think you're right. Thank you.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।