বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 27 - আমি কেনাকাটা করতে গিয়েছিলাম
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Tom সারা, আজ কি করলে?
Sarah, what did you do today?
Sarah বাজারে গেলাম।
I went shopping.
Tom কিছু কিনলে?
Did you buy anything?
Sarah হাঁ। একটু-আধটু।
Yes, I bought a few things.
Tom কি কিনলে?
What did you buy?
Sarah এই কোটটা।. ভাল লাগছে?
I bought this coat. Do you like it?
Tom হাঁ। খুবই। খুব সুন্দর। কোথায় কিনলে?
Yeah, I like it a lot. It's very pretty. Where did you buy it?
Sarah ৫ম রাস্তার মলে।
At the mall on 5th street.
Tom ওটা কি খুব দামী?
Was it expensive?
Sarah না। দামী ছিলনা। সেলে ২০ ডলারের ছিল।
No, it wasn't expensive. It was on sale for 20 dollars.
Tom সে তো সস্তা।
That's cheap.
Sarah আমি জানি। ভাল পেলাম।
I know. It was a really good deal.
Tom আমার মনে হয়না কিছু দিন পরতে পারবে। গত ক দিন বেশ গরম ছিল।
I don't think you'll need to wear it for a while. It's been really hot lately.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।