বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 87 - বন্ধুর জন্য কেনাকাটা
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Karen আমি শপিংয়ে যাচ্ছি। তুমি কি আসতে চাও?
I'm going shopping. Do you want to come?
Jason তুমি গতকাল শপিংয়ে গেলে, না?
I thought you went shopping yesterday.
Karen গিয়েছিলাম, কিন্তু আমার অনেক দিনের এক বন্ধু গত রাতে ফোন করেছিল তার জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে। তার জন্য একটা উপহার কেনা দরকার।
I did, but an old friend called me last night and invited me to his birthday party. I need to buy a gift for him.
Jason ও আচ্ছা। তুমি তাকে কি দিতে চাও?
I see. What are you going to get him?
Karen সে কি পছন্দ করে আমি ঠিক জানি না। অনেকদিন ধরে তাকে আমি দেখিনি। তোমার কি মনে হয়?
I really have no idea what he likes. I haven't seen him in a long time. What do you think?
Jason একটা কেক দেবে?
Maybe a cake?
Karen তুমি যা বললে তা মন্দনয়, তবে মনে হয় আমার তাকে অন্য কিছু দেওয়া উচিত, এমন কিছু যা সে পরতে পারে।
Well, that's a good idea, but I think I should probably get him something else, like something he can wear.
Jason সোয়েটার হলে কেমন হয়? সেদিন দোকানে একটা খুব ভাল সোয়েটার দেখেছিলাম। সেখানে গিয়ে আমরা দুজনে এরবার দেখতে পারি।
How about a sweater? I saw a really nice one in the mall the other day. Maybe we can go there and take a look.
Karen ঠিক আছে, কোন দোকানে ছিল ওটা?
OK, what store was it in?
Jason মেসিতে। আমার মনে হয় এ সপ্তাহান্তে তারা সেল দিচ্ছে।
It was at Macy's. I think they're having a sale this weekend.
Karen ওহ, ওটা খুব ভাল দোকান। সেখানকার কাপড় চোপড় আমার ভাল লাগে।
Oh, that's a really nice store. I like the clothes there.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।