বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 34 - জিনিসগুলো সাজিয়ে রাখা
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Frank মিশেল, আমাকে সাহায্য করতে পার জিনিস গুছাতে, আমাদের যাওয়ার আগে?
Michelle, Can you help me clean things up before we go?
Michelle অবশ্যই, এই কাপটি কোথায় রাখব?
Sure. Where should I put this cup?
Frank কোন কাপটি?
Which cup?
Michelle লালটি
The red one.
Frank টেবিলের উপরে রাখ।
Put it on top of the table.
Michelle এ ফলগুলো কি হবে?
How about this fruit?
Frank ওঃ, ওগুলো ফ্রিজে রাখতে হবে।
Oh, that goes in the refrigerator.
Michelle আর ওই পেনসিলগুলো? ওগুলো কি করব?
And those pencils? What should I do with them?
Frank ওগুলো উপরে নিয়ে গিয়ে শোবারঘরে রাখ।
Bring those upstairs and put them in the bedroom.
Michelle এ কলমটি?
How about this pen?
Frank ওটি আমাকে দাও। ওটি আমার কাজে লাগবে।
Give it to me. I need to use it.
Michelle ওখানকার কাগজগুলো দিয়ে আমাকে কি করতে বলছ?
What do you want me to do with that paper over there?
Frank ওগুলো ফেলে দিতে পার। আমার আর ওগুলোর প্রয়োজন নেই।
You can throw that away. I don't need it anymore.
Michelle ট্রাশটা ভর্তি
The trash is full.
Frank ঠিক আছে।একটি ব্যাগে ভর্তি করে বাইরে নিয়ে যদি যাও ভাল হয়।
Alright, then please put it in a bag and take it outside.
Michelle আচ্ছা, এখন কি করতে হবে?
OK. Now what?
Frank মনে হয় সব শেষ করে ফেলেছি। তুমি কি অনুগ্রহ করে লাইট নিভিয়ে দরজাটা বন্ধ করে দিতে পারবে?
I think we're finished. Can you please turn off the lights and shut the door?
Michelle অবশ্যই।
Sure.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।