![]()
|
কথ্য ইংরেজী শেখার জন্য Englishspeak.com বিনামূল্যে ওয়েবসাইট প্রদান করছে। কেম্ব্রিজ, এম. এ. - ডিসেম্বর ১০, ২০০৮, - ইংরেজী শেখার জন্য শিক্ষার্থীদের জন্য একটা নতুন, বিনা মূল্যর ওয়েবসাইট করা হয়েছে। Englishspeak.com ইংরেজী বলতে শেখা সহজ করেছে । এই ওয়েবসাইটে, যারা শিখতে চায়, তাদের হাজার হাজার অডিও ফাইল দেওয়া হয়েছে যার মধ্যে অত্যান্ত ব্যবহৃত ও নিত্যদিনের অনেক শব্দাংশ ও সংলাপ আছে। মিলার মন্তব্য করেছেনঃ অনেকে, যাদের মাতৃভাষা ইংরেজী নয়, তারা ইংরেজী শেখার বই লিখেছে আর সেগুলো যারা ব্যবহার করেছে তাদের কথাবার্তা একটু বেমানান ঠেকায়। স্বদেশী বক্তা দ্বারা প্রণিত হয়েছে Englishspeak.com আর এর কথাবার্তায় দৈনন্দিন জীবনের নানা ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে । ওয়েবাসইট (সব বিষয় বিনামূল্যে) পাঠের তালিকা নমুনা পাঠ জিম মিলার, মিডিয়া সংযোগ englishspeak.com, http://www.englishspeak.com/bn/support.cfm
# # # |
||
বাড়ি ১০০ পাঠ ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ সহায়তা
Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved. কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত। |