নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Kim
|
উলিয়াম, তুমি ইংরেজি পড়তে ভালবাস?
| |
|
William
|
আমার ইংরেজি পড়তে ভাললাগে, আর আমি পড়তেও ভাল পারি, কিন্তু বলতে মুস্কিল হয়ে যায়।
| |
|
Kim
|
না, না, অত খারাপ নয়। যদি প্রত্যেক দিন তোমার আমেরিকান বন্ধুদের সঙ্গে কথা বল তাহলে তাড়াতাড়ি শিখে যাবে।
| |
|
William
|
একটা প্রশ্ন করতে পারি?
| |
|
Kim
|
হাঁ, নিশ্চয়ই, কি জানতে চাও?
| |
|
William
|
আমার স্কুলের বইটা এখানে আছে। এই শব্দটা কি করে বল?
| |
|
Kim
|
লাপটপ।
| |
|
William
|
বুঝতে পারলাম না। ওটার মানে কি?
| |
|
Kim
|
লাপটপ একরকম কম্পিউটার যেটা সঙ্গে নিয়া ঘোরা যায়। এবার বুঝলে?
| |
|
William
|
হাঁ, মনে হয়। আর একবার বলবে?
| |
|
Kim
|
লাপটপ।
| |
|
William
|
লাপটপ। ঠিক উচ্চারণ করেছি?
| |
|
Kim
|
হাঁ, ঠিক। খুব ভাল।
| |
|
William
|
ধন্যবাদ। আর এই শব্দ? এটা কি ভাবে উচ্চারণ কর?
| |
|
Kim
|
ওই শব্দটার উচ্চারণ হল কিচেন।
| |
|
William
|
অনেক ধন্যবাদ। তুমি খুব ভাল মাস্টার।
| |
|
Kim
|
ধন্যবাদ।
| |
|
|