নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Eric
|
এই যে এনা, আসো।
| |
|
Ana
|
আপনার এপার্টমেন্টের যা হাল!
| |
|
Eric
|
আমি জানি। তোমার আসার আগে আমি জিনিস পত্র সরাতে পারিনি।
| |
|
Ana
|
কোচে কাপড় চোপড় আছে, সে সব কি আপনার?
| |
|
Eric
|
হ্যাঁ
| |
|
Ana
|
সেগুলো কি ধোয়া?
| |
|
Eric
|
আসলে বেশির ভাগই ময়লা। এর মধ্যে লন্ড্রীতে ধুয়ে উঠতে পরিনি। আমি যখন বাড়ি যাই তখনই বেশীর্ভাগ সময় ধুই।
| |
|
Ana
|
আমার বোন ও আমি রাস্তার লন্ড্রীতে যাই। আপনি কেন ওখানে যাননা?
| |
|
Eric
|
জানি আমার যাওয়া উচিত, তবে ঐ জায়গাটা সুবিধাজনক নয়। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।
| |
|
Ana
|
আমি জানি। আমাকে প্রতি সপ্তাহে করতে হয়। যা হোক, আপনি কি যাবার জন্য প্রস্তুত?
| |
|
Eric
|
না, আমি এখনও প্রস্তুত নই, আমাকে এখনও দাঁত মাজতে হবে, মুখ ধুতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করতে পার?
| |
|
Ana
|
আচ্ছা, ঠিক আছে। তবে তাড়াতাড়ি করুন। আমার মনে হয় রেষ্টুরেন্ট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে।
| |
|
|