বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 91 - কম্পিউটার সমস্যা
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Anna এই জ্যাসন, তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। তোমার কাছে আমার একটি প্রশ্ন ছিল।
Hi Jason, Sorry to bother you. I have a question for you.
Jason আচ্ছা, কী?
OK, what's up?
Anna আমর কম্পিউটারে একটি সমস্যা হচ্ছে। আমি জানি তুমি একজন প্রকৌশলী, তাই ভাবলাম তুমি আমাকে সাহায্যা করতে পারবে।
I've been having a problem with my computer. I know you're an engineer so I thought you might be able to help me.
Jason ঠিক আছে, সমস্যাটা কী?
I see. What's the problem?
Anna একটি ফাইল আছে যেটা কোন কারনে আমি খুলতে পারছি না।
I have a file that I can't open for some reason.
Jason কোন ধরনের ফাইল এটা?
What type of file is it?
Anna ওটা একটা ওয়ার্ড ডকুমেন্ট যা নিয়ে বর্তমানে কাজ করছি। আগামীকালের মধ্যে আমাকে তা শেষ করতে হবে।
It's a Word document I've been working on. I need to finish it by tomorrow.
Jason এখন যে কম্পিউটার ব্যবহার করছ তাতে কি আগে তুমি ওটা খুলতে পেরেছিলে?
Were you able to open it before, on the computer you're using now?
Anna হ্যাঁ, গত রাতে আমি ওটা নিয়ে কাজ করছিলাম এবং সবকিছু ভালই ছিল। তবে আজ সকালে ফাইলটি খুলতে পারছি না।
Yes, I was working on it last night and everything was fine, but this morning I couldn't open the file.
Jason তোমার কি মনে হয় তোমার কম্পিউটারে কোন ভাইরাস থাকতে পারে?
Do you think your computer might have a virus?
Anna না, আমি চেক করেছি, কোন ভাইরাস নেই।
No, I checked and there weren't any.
Jason ঠিক আছে। আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। সম্ভব হলে, ফাইলটি আমাকে ই-মেলে পাঠিয়ে দিও আর আমি চেষ্টা করব খুলতে পারি কি না।
OK. I'm not sure what's wrong. If it's possible, email the file to me and I'll see if I can get it to open.
Anna ঠিক আছে, আমি বাড়ি গিয়ে তা করব। তুমি কি আজ রাতের বাড়িতে থাকবে?
OK, I'll do that when I get home. Are you going to be around tonight?
Jason হ্যাঁ, রাত ৮ টার পরে আমি বাড়িতে থাকব। তুমি যখন সুযোগ পাবে আমাকে ওটা পাঠিও, পরে আমি তোমাকে ফোন করব।
Yeah, I'll be home after 8PM. Send it to me when you get a chance and I'll call you later.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।