বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 8 - দেখা করার সময় পছন্দ করা ।
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Charles জেনিফর, আমার সঙ্গে ডিনার খাবে?
Jennifer, would you like to have dinner with me?
Jennifer হাঁ। সেটা খুব ভাল হবে। আপনি কখন যেতে চান?
Yes. That would be nice. When do you want to go?
Charles আজ হলে কি ঠিক আছে?
Is today OK?
Jennifer না, আজ যেতে পারব না।
Sorry, I can't go today.
Charles আসছে কাল কেমন হয়?
How about tomorrow night?
Jennifer ঠিক আছে। কটার সময়?
Ok. What time?
Charles রাত ৯টা হলে হবে?
Is 9:00PM all right?
Jennifer আমার মনে হয় ওটা বেশি দেরি হয়ে যাবে।
I think that's too late.
Charles তাহলে সন্ধ্যা ৬টা হলে হবে?
Is 6:00PM OK?
Jennifer হাঁ, ওটা ভাল সময়। কোথায় যেতে চান?
Yes, that's good. Where would you like to go?
Charles পঞ্চম রাস্তার ইটালিয়ান রেস্তোরাঁয়।
The Italian restaurant on 5th street.
Jennifer আমার ওই রেস্তোরাঁটা ভাললাগেনা। আমি ওখানে যেতে চাইনা।
Oh, I don't like that Restaurant. I don't want to go there.
Charles তাহলে তার পাশে যে কোরিয়ান রেস্তোরাঁ আছে। সেটা কেমন হয়?
How about the Korean restaurant next to it?
Jennifer ঠিক আছে, ওটা আমার ভাললাগে।
OK, I like that place.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।