বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 80 - অপারেশনে ভীত
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Karen এই জিম।
Hi Jim.
Jim কারেন! তোমাকে উত্ভ্রান্ত লাগছে, ব্যাপার কি?
Hi Karen. You look upset, what's wrong?
Karen কিছুনা। আমি একটু ভয়ে আছি।
It's nothing. I'm just a little nervous.
Jim সব ঠিক তো?
Is everything all right?
Karen আগামিকাল আমার আঙ্গুলে অস্ত্রোপচার হবে।
Well, I'm having surgery tomorrow on my finger.
Jim তোমার আঙ্গুলে কি হয়েছে?
What's wrong with your finger?
Karen সেদিন বাস্কেটবল খেলতে গিয়ে আমি এটা ভেঙ্গে ফেলেছি।
I broke it the other day playing basketball.
Jim ও, খুব দুঃখিত।
Oh, that's terrible.
Karen হ্যাঁ, সেদিন থেকে এটা আমাকে ভোগাচ্ছে।
Yeah, it's been bothering me since that day.
Jim তুমি কি অস্ত্রোপচারকে ভয় পাও?
Are you afraid of having surgery?
Karen হ্যাঁ, আগে আমার কখনও হয়নি।
Yes. I've never had surgery before.
Jim চিন্তা করনা। গত বছর আমার পায়ে অস্ত্রোপচার করতে হয়েছিল। সবকিছু ঠিকভাবে হয়েছিল।
I wouldn't worry. I had to have surgery on my leg last year. Everything went fine.
Karen অস্ত্রোপচারের পূর্বে তুমি কি ভয় পাচ্ছিলে?
Were you nervous before the surgery?
Jim কিছুটা। তোমার ডাক্তার কে?
A little. Who's your doctor?
Karen ডাঃ এলেন।
Dr. Allen.
Jim ওহ, শুনেছি সে খুব ভাল। আমার মনে হয় না তোমার দুশ্চিন্তা করার মত কিছু আছে।
Oh, I've heard he's really good. I don't think you have anything to worry about.
Karen বেশ। এতে আমার বেশ ভাল বোধ হচ্ছে।
Good. That makes me feel much better.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।