নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Linda
|
তোমার কি ক্ষুধা পেয়েছে?
| |
|
Robert
|
না, কেন?
| |
|
Linda
|
আমরা অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি। মনে হচ্ছে শীঘ্রই কোথাও খাবারের স্থান আসবে।
| |
|
Robert
|
না, আমি ঠিক আছি। এমনিতেই আমাদের দেরি হয়েছে তাই না থামাই ভাল।
| |
|
Linda
|
আমরা তিনবার একই স্টোর অতিক্রম করেছি। মনে হয় আমরা হারিয়ে গেছি। কারো কাছে আমাদের পথ জিজ্ঞাসা করা উচত।
| |
|
Robert
|
না, আমরা পথ হারাইনি।
| |
|
Linda
|
এপথে আমি পূর্বে কখনও যাইনি। তুমি কি জানো কোথায় যাচ্ছ?
| |
|
Robert
|
হ্যাঁ, এ সড়কটি শহরের ভিতর দিয়ে যায়। হাইওয়ের চেয়ে দ্রুত যাওয়া যায়।
| |
|
Linda
|
ঠিক আছে। অনুগ্রহ করে একটু আস্তে চালাবে?
| |
|
Robert
|
অবশ্যই, কোন সমস্যা নেই।
| |
|
Linda
|
পেছনের ঐ চিহ্নটি কি তুমি দেখলে? আমার মনে হচ্ছে এটা একমুখী রাস্তা।
| |
|
Robert
|
না, আমি দেখিনি। আমার ঘুরতে হবে।
| |
|
Linda
|
এখানে তুমি ঘুরতে পার না। আমাকে বরং চালাতে দাও।
| |
|
Robert
|
মনে হয় ঠিকই বলেছ। আমি ক্লান্ত হয়ে পড়েছি।
| |
|
|