বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 35 - রেস্তোঁরাতে
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Rebecca মনে হচ্ছে এটি একটি চমত্কার রেস্টুরেন্ট।
This looks like a nice restaurant.
Scott হ্যাঁ, তাই। আমি সবসময় এখানেই আসি।
Yeah, it is. I come here all the time.
Rebecca চলুন ওখানে গিয়ে বসি।
Let's sit over there.
Scott হ্যাঁ, চল।
OK.
Rebecca আমকে মেনুটি দিতে পারেন?
Can you pass me a menu please.
Scott অবশ্যই। কি ড্রিঙ্ক নেবে?
Sure. What are you going to have to drink?
Rebecca আমি এক গ্লাস বিয়ার নেব। আপনি কি নেবেন?
I'm going to have a glass of beer. How about you?
Scott এক গেলাস ওয়াইন নেব ভাবছি।
I think I'll have a glass of wine.
Rebecca আপনি কি প্রথমে কোন এপেটাইজার অর্ডার দেবেন?
Do you want to order an appetizer first?
Scott না, না। তবে রুটির অর্ডার দেওয়া যেতে পারে।
Not really, maybe we can just order some bread.
Rebecca ঠিক আছে। আপনি কি খাবেন?
OK. What are you going to have to eat?
Scott আমি ঠিক জানি না, এখনো ঠিক করিনি। তুমি বলতে পার কি অরডার দেব?
I'm not sure. I haven't decided yet. Can you recommend something?
Rebecca অবশ্যই। আমি এদের স্টেক ও চিংড়ি আগেও খেয়েছি। দুটোই খেতে খুব ভাল।
Sure, I've had the steak and the lobster before. They're both very good.
Scott আমার মনে হয় আমি চিংড়ি অরডার দেব। তুমি কি নেবে?
I think I'll have the lobster. What are you going to have?
Rebecca আমার তেমন ক্ষুধা পায়নি। আমি শুধু একটা সালাড খাব।
I'm not that hungry. I think I'm just going to have a salad.
Scott আমি বাথরুমে যাব। । যখন ওয়েট্রেস ফিরে আসবেন, তুমি কি আমার অর্ডারটাও দেবে?
I'm gonna go to the bathroom. When the waitress comes back, will you order for me?
Rebecca অবশ্যই, কোন সমস্যা নেই।
Sure. No problem.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।