নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Julie
|
মাইকেল, আমি খুব ক্লান্ত। তুমি কি একটু গাড়ি চালাবে?
| |
|
Michael
|
দুঃখিত। আমি চালাতে চাই কিন্তু আমি চালাতে জানি না।
| |
|
Julie
|
সত্যি? তোমার কি ড্রাইভিং লাইসেন্স নেই? আমি ভেবেছি প্রত্যেকেরই লাইসেন্স আছে।
| |
|
Michael
|
না, আমি সারাজীবন শহরে থেকেছি এবং বাড়িতে থাকলে আমি বাস বা সাবওয়ে ধরি।
| |
|
Julie
|
ও আচ্ছা। তুমি কি ভবিষ্যতে ড্রাইভিং শিখবে বলে ভাবছ?
| |
|
Michael
|
হ্যাঁ, আগামী বছর একটি গাড়ি কেনার কথা ভাবছি। আমার মনে হয় ইউ. এস. এতে এটা দরকার।
| |
|
Julie
|
যত ভেবে দেখছি, মনে পরছে, শহরের অনেক মানুষই এখানে বাসেও চলাফেরা করে।
| |
|
Michael
|
হাঁ, আমি বেড়াতে আরও চাই। আমি কয়েক মাস হল এখানে আছি আর মনে হচ্ছে এখনও কিছু দেখিনি।
| |
|
Julie
|
তুমি কি করে গাড়ি চালাতে শিখবে? তুমি কি চাও আমি তোমাকে শেখাই?
| |
|
Michael
|
না, আমি তোমাকে ঝামেলা করতে চাই না। ইতোমধ্যেই আমি আমার বাসার কাছে একটি ক্লাসে নাম লিখিয়েছি। আগামী মাসে তা শুরু হচ্ছে।
| |
|
|