বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 36 - আমার কাপড় ধুতে হবে
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Eric এই যে এনা, আসো।
Hi Anna, come in.
Ana আপনার এপার্টমেন্টের যা হাল!
Wow, your apartment is a mess.
Eric আমি জানি। তোমার আসার আগে আমি জিনিস পত্র সরাতে পারিনি।
I know, I didn't have time to put things away before you got here.
Ana কোচে কাপড় চোপড় আছে, সে সব কি আপনার?
Look! Are those all your clothes on the couch?
Eric হ্যাঁ
Yes.
Ana সেগুলো কি ধোয়া?
Are they clean?
Eric আসলে বেশির ভাগই ময়লা। এর মধ্যে লন্ড্রীতে ধুয়ে উঠতে পরিনি। আমি যখন বাড়ি যাই তখনই বেশীর্ভাগ সময় ধুই।
Actually most of them are dirty. I haven't done laundry in a while. I usually wait until I can do it at my parent's house.
Ana আমার বোন ও আমি রাস্তার লন্ড্রীতে যাই। আপনি কেন ওখানে যাননা?
My sister and I usually go to the laundromat down the street. Why don't you go there?
Eric জানি আমার যাওয়া উচিত, তবে ঐ জায়গাটা সুবিধাজনক নয়। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।
I know I should, but that place isn't very convenient. You have to wait for a long time.
Ana আমি জানি। আমাকে প্রতি সপ্তাহে করতে হয়। যা হোক, আপনি কি যাবার জন্য প্রস্তুত?
Yes I know. I have to do it every week. Anyway, are you ready to go?
Eric না, আমি এখনও প্রস্তুত নই, আমাকে এখনও দাঁত মাজতে হবে, মুখ ধুতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করতে পার?
No I'm not ready yet. I still have to brush my teeth and wash my face. Can you wait for a few minutes?
Ana আচ্ছা, ঠিক আছে। তবে তাড়াতাড়ি করুন। আমার মনে হয় রেষ্টুরেন্ট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে।
OK, but please hurry. I think the restaurant is closing soon.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।