নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Karen
|
মার্টিন, তুমি কাকে ভোট দেবে?
| |
|
Martin
|
তুমি কি প্রেসিডেন্টের জন্য বলছ?
| |
|
Karen
|
হ্যাঁ।
| |
|
Martin
|
আমি এখনও নিশ্চিত নই।
| |
|
Karen
|
তোমার তাড়াতাড়ি মন স্থির করা উচিত। নির্বাচন আগামী মাসেই।
| |
|
Martin
|
হ্যাঁ, আমি জানি। আমি প্রতিদিনিই খবরে তা শুনি।
| |
|
Karen
|
আমি ওবামাকে ভোট দেব।
| |
|
Martin
|
সে ভালই হবে বলে মনে হচ্ছে। তবে ম্যাককেইনও ভাল প্রেসিডেন্ট হবে বলে মনে হয়।
| |
|
Karen
|
আমি জানি। ওঁরা উভয়েই ভাল। সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। ম্যাককেইন একটু বয়স্ক তবে তার অভিজ্ঞতা বেশী। আবার ওবামার বেশ কিছু ভাল ধারনা রয়েছে, তবে কেউ কেউ বলছে সে কর বাড়াতে চায়।
| |
|
Martin
|
আমি শুনেছি সে কর কমাতে চায়। কোনটা যে সত্যি জানা মুশকিল। এ কারনেই আমি রাজনীতিতে মন দিইনা।
| |
|
Karen
|
হ্যাঁ, এটা হতাশাব্যঞ্জক, তবে গুরুত্বপূর্ণ এবং দেখাতে বেশ মজা লাগেষ।
| |
|
|