বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 59 - ব্যায়ামাগারে যাওয়া
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Tiffany এড, আমারা আজ কি করব?
Ed, what should we do today?
Ed পুরো সপ্তাহেই আমি পড়াশুনা করেছি। এখন আমি শরীর চর্চা করতে চাই।
I have been studying all week. I'd like to exercise.
Tiffany আমিও। চল জিমে যাই।
Me too. Let's go to the gym.
Ed ভাল কথা। আমরা সেখানে কি করব?
Good idea. What are we going to do there?
Tiffany ভার তুলব বা বাস্কেটবল খেলব।
We can lift weights or play basketball.
Ed আমি বাস্কেটবল খেলতে ভালবাসি। তুমি কি ভাল খেলতে পার?
I like to play basketball. Are you good at it?
Tiffany না। তবে খেলতে আমার ভালই লাখে। যখন স্কুলে ছিলাম, বেশ খেলতাম, কিন্তু এখন খেলার সময় পাই না।
Not really, but I like to play. I use to play a lot when I was in school, but now there's no time.
Ed বুঝেছি। আমি প্রচুর ফুটবল খেলতাম একসময়। তোমার কি মনে হয় আমরা কি সেখানে ফুটবল খেলতে পারব?
I know what you mean. I use to play soccer a lot. Do you think we can play soccer there?
Tiffany না, সেখানে তেমন জায়গা নেই। আমার মনে হয় আমরা বাইরে খেললে ভাল হবে।
No, there's not enough room. I think it's better if we play outside.
Ed ঠিক আছে, তাহলে আজ বিকেলে আমরা ফুটবল খেলতে যেতে পারি।
OK, maybe we can go play soccer later this afternoon.
Tiffany আজ বাইরে খুব ঠান্ডা। আবহাওয়া কিছুটা উষ্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করি, চলো।
It's too cold outside today. Let's wait until the weather gets a little warmer.
Ed ঠিক আছে।
OK.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।