নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Donna
|
এই যে, আজ তুমি কি করছিলে?
| |
|
Robert
|
কিছুনা। শুধু টিভি দেখছিলাম। আমার খুব একঘেঁয়ে লাগছে। কিছু করার নেই।
| |
|
Donna
|
আমারও কিছু করার নেই। ঘর পরিষ্কার ছাড়া আজ কিছুই করিনি।
| |
|
Robert
|
জানি। আমার এক বন্ধুকে নিয়ে আজ মলে যাব ভেবেছিলাম কিন্তু এত বরফ পড়ছে যে যেতে পারিনি।
| |
|
Donna
|
আশা করি সারারাত বরফ পড়বে কারন আগামীকাল আমি স্কুলে যেতে চাই না।
| |
|
Robert
|
তুমি কি জান কার ক্যামেরা আছে? এ সব বরফের একটা ছবি তুলতে চাই।
| |
|
Donna
|
না, এমন কাউকে চিনি না যার ক্যামেরা আছে।
| |
|
Robert
|
আজ সারাকে দেখেছ? মনে হয় তার একটি আছে।
| |
|
Donna
|
না, সারাদিনই সে এদিকে ছিল না। সে বলেছিল তার আজ গুরুত্বপূর্ণ কোন কাজ ছিল আজ।
| |
|
Robert
|
ওহ, সে কোথায় গেল?
| |
|
Donna
|
কেউ জানে না। আমি তার রুমমেটকে ফোন করেছিলাম, সেও জানে না।
| |
|
|