নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Angela
|
হ্যালো?
| |
|
James
|
এই সারা, আমি জেমস।
| |
|
Angela
|
যেমস, এখন আমি কথা বলতে পারছি না। পরে কি তোমাকে ফোন করতে পারি?
| |
|
James
|
অবশ্যই। কিছু ঝামেলা হয়েছে?
| |
|
Angela
|
আমার কাজে যেতে দেরি হচ্ছে আর আমার গাড়িটাও খারাপ হয়েগেছে। সেজন্য কাউকে খুঁজছি যে আমাকে কাজে পৌছে দিতে পারে।
| |
|
James
|
আমি তোমাকে পৌছে দিতে পারি।
| |
|
Angela
|
ওহ, সত্যি? ধন্যবাদ। আমার খুব সাহায্য হবে।
| |
|
James
|
কাজের শেষেও কি তোমাকে আমি নিয়ে আসব?
| |
|
Angela
|
হ্যাঁ, যদি তেমন যদি ঝামেলা না হয় তোমার।
| |
|
James
|
কোনো ঝামেলা হবে না। আমি এখনই আমার বাড়ি থেকে বের হচ্ছি।তাড়াতাড়ি পৌছে যাব।
| |
|
Angela
|
ঠিক আছে। আমি আমার বাড়ির সামনে তোমার জন্য অপেক্ষা করব।
| |
|
James
|
তোমার গাড়ির কি হয়েছে, তুমি কি জানো?
| |
|
Angela
|
আমি ঠিক জানিনা। মনে হচ্ছে ইঞ্জিনে কোন সমস্যা হয়েছে।
| |
|
James
|
ঠিক আছে, তোমার ওখানে গিয়ে আমি একবার দেখব। গাড়ি সম্পর্কে আমার বেশ জানাশোনা আছে। যখন ছোট ছিলাম, বাবার সাথে আমি পুরনো গাড়ি সারাতাম।
| |
|
|