বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 72 - আমরা হারিয়ে যাইনি!
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Linda তোমার কি ক্ষুধা পেয়েছে?
Are you hungry?
Robert না, কেন?
No, why?
Linda আমরা অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি। মনে হচ্ছে শীঘ্রই কোথাও খাবারের স্থান আসবে।
We've been driving for a long time. I think we'd better find some place to eat soon.
Robert না, আমি ঠিক আছি। এমনিতেই আমাদের দেরি হয়েছে তাই না থামাই ভাল।
No, I'm OK. We're late so we'd better not stop.
Linda আমরা তিনবার একই স্টোর অতিক্রম করেছি। মনে হয় আমরা হারিয়ে গেছি। কারো কাছে আমাদের পথ জিজ্ঞাসা করা উচত।
We've passed that same store three times already. I think we're lost. We should ask someone for directions.
Robert না, আমরা পথ হারাইনি।
We're not lost.
Linda এপথে আমি পূর্বে কখনও যাইনি। তুমি কি জানো কোথায় যাচ্ছ?
I've never gone this way before. Do you know where you're going?
Robert হ্যাঁ, এ সড়কটি শহরের ভিতর দিয়ে যায়। হাইওয়ের চেয়ে দ্রুত যাওয়া যায়।
Yes, this road goes through town. It's faster than the highway.
Linda ঠিক আছে। অনুগ্রহ করে একটু আস্তে চালাবে?
OK. Would you mind driving a little slower please?
Robert অবশ্যই, কোন সমস্যা নেই।
Sure, no problem.
Linda পেছনের ঐ চিহ্নটি কি তুমি দেখলে? আমার মনে হচ্ছে এটা একমুখী রাস্তা।
Did you see that sign back there? I think this is a one way street.
Robert না, আমি দেখিনি। আমার ঘুরতে হবে।
No, I didn't see it. I'm going to have to turn around.
Linda এখানে তুমি ঘুরতে পার না। আমাকে বরং চালাতে দাও।
You can't turn around here. I think you should let me drive.
Robert মনে হয় ঠিকই বলেছ। আমি ক্লান্ত হয়ে পড়েছি।
I think you're right. I'm getting tired.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।