নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Paul
|
বেটি, তুমি ও জন কি এখনো ডেটিং করছ?
| |
|
Betty
|
হাঁ, সবকিছু ভালই চলছে।
| |
|
Paul
|
তার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল?
| |
|
Betty
|
দু সপ্তাহ আগে লাইব্রেরিতে তার সাথে আমার দেখা হয়েছিল। আমরা একই টেবিলে বসেছিলাম, সে আমার কলম চেয়েছিল।
| |
|
Paul
|
ওহ, এযে বেশ মজাদার কাহিনী।
| |
|
Betty
|
জিমকে এ ব্যাপারে আমি সেদিন বলছিলাম। সে বলল এটা বেশ সুন্দর রোমান্স।
| |
|
Paul
|
আজ রাতের জন্য তোমাদের দু’জনার কি পরিকল্পনা আছে?
| |
|
Betty
|
হ্যাঁ, মনে হয় আমরা একটি মুভি ভাড়া করব। কোনো ভাল সিনেমা এর মধ্যে ধেখেথ?
| |
|
Paul
|
আমি সেদিন স্পাইডার ম্যান দেখলাম।
| |
|
Betty
|
শুনেছি খুব মজার ছবি।
| |
|
Paul
|
তুমি কি ফাজলামি করছ? ঐ ছবিটি কৌতুকের নয়। বরং দুঃখের। ছবির শেষদিকে আমি কাদছিলাম।
| |
|
Betty
|
তুমি সংবেদনশীল, তাই না?
| |
|
Paul
|
বোধহয়। মনে হয় সে কারনেই আমার বান্ধুবী যুটছে না।
| |
|
|