নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Kathy
|
জিম, আপনি শুনলাম সান দিয়াগো গিয়েছিলেন, ঠিক?
| |
|
Jim
|
হ্যাঁ, আজ সকালে ফিরলাম।
| |
|
Kathy
|
শুনে ভাল লাগল। সেখানে কি করলেন?
| |
|
Jim
|
আমরা মাত্র ৩ দিনের জন্য ছিলাম, তাই তেমন কিছু করিনি। বাজার-হাট করেছি এবং বার কয়েক রাত্রিতে রেস্টুরেন্টে গিয়েছি। রাতে অবশ্য কয়েকজন বন্ধুর সাথে হাটতাম।
| |
|
Kathy
|
আপনি কি কোন ছবি তুলেছেন?
| |
|
Jim
|
হ্যাঁ, আমার সাথেই আছে। আপনি কি দেখতে চান?
| |
|
Kathy
|
অবশ্যই, ছবি দেখতে আমার ভাল লাগে।
| |
|
Jim
|
এ ছবিতে বীচে আমার স্ত্রী ও আমি, আর এই ছবিতে আমাদের মেয়ে এমিলি আমার স্ত্রীর পাশে দাড়িয়ে আছে।
| |
|
Kathy
|
আপনার মেয়ে তার মায়ের মত দেখতে।
| |
|
Jim
|
জানি, ওদের মধ্যে সাদৃশ্য আছে।
| |
|
Kathy
|
এই ছবিটা কোথায় তুলেছিলেন?
| |
|
Jim
|
ওটা আমাদের চলে আসার আগে ট্রেন স্টেশনে তোলা।
| |
|
Kathy
|
চিড়িয়াখানায় যেতে সময় পেয়েছিলেন?
| |
|
Jim
|
না, এবার হয়নি। গতবার ওখানে গিয়েছিলাম।
| |
|
Kathy
|
মনে হচ্ছে আপনাদের খুব ভাল কেটেছিল।
| |
|
Jim
|
হ্যাঁ, বেশ মজাই হয়েছিল।
| |
|
|