বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 15 - শার্ট কেনা ।
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Dan শুনুন।
Excuse me.
Maria নমস্কার, আমি কি সাহায্য করতে পারি?
Hello sir, may I help you?
Dan হাঁ, উপরের তাকের সার্টটা দেখতে পারি?
Yes. Can I see that shirt on the top shelf please?
Maria এই যে।
Sure. Here it is.
Dan কত দাম?
How much does it cost?
Maria ৫০ ডলার।
50 dollars.
Dan ৫০ ডলার। দামটা খুব বেশি।
50 dollars. That's too much.
Maria আচ্ছা এটা দেখুন। এটা ৩৫ ডলার এখন সেলে।
How about this one? It's on sale for only 35 dollars.
Dan আমার ওটা ভাল লাগছেনা।
I don't like that one.
Maria কালো দস্তানার পাশেরটা কেমন লাগে? যেটা আপনি পছন্দ করেছেন, অনেকটা তারই মত।
How about the one next to the black gloves? It's very similar to the one you like.
Dan হাঁ। ওটা কত?
That's nice. How much is it?
Maria ৩০ ডলার।
30 dollars.
Dan ছিক আছে।
That'll be fine.
Maria এই রংটা কি ঠিক না ভিন্ন রং দেখাবো?
Is this color OK, or would you like a different color?
Dan ওই নীলটা ভাল।
That blue one's fine.
Maria এই ধরণের আরও সার্ট চাই?
Do you need any more of these shirts?
Dan হাঁ।
Yes.
Maria কটা চান?
How many do you want?
Dan আরও দুটা, একটা লাল আর একটা সাদা।
I'll take two more, a red one and a white one.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।