বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

১০০০অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ
কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
 

শ্রেণী অনুযায়ী বিন্যাস করুন:

অক্ষর অনুযায়ী বিন্যাস করুন:
   A, B, C, D, E
   F, G, H, I, J
   K, L, M, N, O
   P, Q, R, S, T
   U, V, W, X, Y, Z  

বাংলা/ইংরেজী (দেখানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
শুভ জন্মদিন
তোমার ভাই কখোনো ক্যালিফোর্নিয়া গেছে?
ভালো ভাবে ঘুরে এসো
ওরা কি এখনো মেয়েটির সঙ্গে দেখা করেছে?
তুমি পৌছিয়েছ?
তুমি কখনো বোস্টন গিয়েছ?
তুমি কি অনেকক্ষন অপেক্ষা করছ?
তুমি কি এটা আগে করেছ?
তুমি ঐ রেস্তোঁরায় খেয়েছিলে?
তুমি খেয়েছো?
তুমি কখনো আলুর সুপ খেয়েছ?
তুমি পড়া শেষ করেছ ?
তুমি এই সিনেমাটি দেখেছ?
সে এটা সবসময় আমার জন্য করে
সে জানালাটি ভেঙ্গেছিল
তাকে দেখতে নার্সের মতো লাগেনা
তার খুব সুন্দর একটা গাড়ি আছে
সে এটা খুবই পছন্দ করে
সে জুস পছন্দ করে কিন্তু দুধ পছন্দ করেনা
তার কিছু নতুন কাপড় দরকার
সে আমাকে কখনো কিছু দেয়না
সে বলেছিল এটা খুব সুন্দর একটা জায়গা
সে বলল তুমি সিনেমা দেখতে পছন্দ কর
সে বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে
সে ভাবছে আমরা যেতে চাইনা
নিউইয়র্কের একটা কম্পিউটার কোম্পানিতে সে কাজ করে
সে ২০ মিনিটের মধ্যে ফিরে আসবে
হ্যালো/ কি খবর
বাঁচাও
তোমার সালাড
এটা এখানে/ এইতো
তুমি এখানে আছ/এইতো তুমি
এই নাও আমার নম্বর/আমার নম্বর নাও
এইতো তোমার নির্দেশনা (অর্ডার)
ছেলেটি খুবই ভালো ছাত্র
সে একজন আমেরিকার নাগরিক
সে একজন প্রকৌশলী
সে শিগগিরই আসবে
সে আমার চেয়ে দ্র্রুত
সে রান্নাঘরে আছে
সে কখনো আমেরিকা যায়নি
সে এখনও আসেননি
সে ঠিক বলেছে
সে খুবই বিরক্তিকর
উনি খুব বিখ্যাত
সে খুব পরিশ্রমি
দয়াকরে বলবেন ওখানে মিসেস স্মিথ আছেন কিনা?
তার পরিবার আগামিকাল আসছে
তার ঘরটি খুব ছোট
তার ছেলে
শনিবারে হলে কেমন হয়?
তুমি কিভাবে দাম দেবে?
তুমি কেমন আছো?
তোমার মা-বাবা কেমন আছেন?
আমি কিভাবে সেখানে যাব?
আমি কিভাবে ডেনিয়েল স্ট্রিটে যাবো?
আমি কিভাবে আমেরিকান এম্বেসিতে যাবো?
আমি এটা কিভাবে ব্যবহার করবো ?
তুমি কিভাবে জান?
তুমি কিভাবে এটা উচ্চারণ কর?
তুমি এটাকে ইংরেজিতে কি বলবে?
এটাকে তুমি কিভাবে বানান করবে?
(‘সেটেল’) শব্দটিকে তুমি কিভাবে বানান করবে ?
এটার স্বাদ কেমন?/ এটা খেতে কেমন?
শিকাগো কত দূরে ?
কত দূর?
সে / মেয়েটি কেমন আছে?
তুমি কতদিন ক্যালিফোর্নিয়ায় থাকবে ?
তুমি কতদিন থাকবে?
গাড়িতে যেতে কত সময় লাগে?
জর্জিয়া যেতে কত সময় লাগে ?
এখানে তুমি কতদিন আছ?
তুমি আমেরিকায় কতদিন আছ?
তুমি এখানে কতদিন ছিলে?
তমি এখানে কতদিন কাজ করেছিলে?
এটা কত লম্বা?এটা কত ঘন্টার?
ফ্লাইট কত ঘন্টার?
কত সময় লাগবে? এটা কত সময় নেবে ?
তুমি কতক্ষণ/ কতদিন থাকবে?
তোমার ছেলেমেয়ে কয়জন ?
সপ্তাহে তুমি কতঘন্টা কাজ কর?
তুমি কয়টি ভাষায় কথা বল ?
পেনসেলভেনিয়া এখান থেকে কত মাইল দূরে?
নিউইয়র্কের লোকসংখ্যা কত ?
তোমার পরিবারের সদস্যসংখ্যা কত ?
রেস্তোরাঁয় কত লোক আছে?
কত?
সব মিলিয়ে কত ?
এই দুল জোড়ার দাম কত?
আমি তোমার কাছে কয়টাকা ঋনী?
প্রতিদিন কত খরচ হবে?
এটার দাম কত?
মায়ামি যেতে কত টাকা লাগবে?
এটার দাম কত ?
ওটার দাম কত ?
এটার কত দাম?
তোমার কাছে কতটাকা আছে?
তুমি কত রোজগার কর?
এটায কত খরচ পড়বে?
আপনার দাম বলুন/ আপনি কততে নিতে চান?
তোমার বয়স কত ?
তুমি কত লম্বা ?
সিনেমাটা কেমন লেগেছে ?
ভ্রমণটা কেমন হলো ?
ব্যবসা কেমন চলচে?
আবহাওয়াটা কেমন ?
কাজ চলচে কেমন?
তাড়াতাড়ি !

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।