বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 78 - জিম মিটিং বাতিল করেছে
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Jessica অমি এখুনি জিমের সাথে কথা বললাম।
Hey, I just talked to Jim.
Mark সে কি বলল?
What did he say?
Jessica সে বলল আজকের বিকেলের মিটিং তাকে বাদ দিতে হবে।
He said he had to cancel the meeting this afternoon.
Mark ও, তাই।
Oh, I see.
Jessica কোন ঝামেলা?
Is there a problem?
Mark না, এটা তেমন বড় কিছু নয়। তার ও আমার আজ নতুন কিছু গ্রাহকের সাথে আলাপ করার কথা ছিল।
No, It's not a big deal. He and I were supposed to talk to some new customers today.
Jessica শুনে দুঃখিত হলাম।
Sorry to hear that.
Mark হু! সম্প্রতি এরকম কয়েকবার ঘটছে।
It's OK. This has been happening quite a bit recently.
Jessica এটা আশ্চর্যজনক। কেন?
That's strange. I wonder why?
Mark তার স্ত্রী অসুস্থ ছিল, সে কারণে স্ত্রীর সেবীা করারা জন্য তাকে মাঝে মধ্যে আগে বাড়ি ফিরতে হচ্ছে।
His wife has been sick, so sometimes he has to go home early to take care of her.
Jessica ও তাই। কাজ কেমন চলছে?
I see. How's work been going?
Mark এমূহুর্তে একটু ধীরগতিতে। তোমার ফোনটি ধার নিলে তুমি কি কিছু মনে করবে? আমারটির ব্যাটারি নেই, আমাকে বসকে ফোন করে এ বিষয়ে বলতে হবে।
Things are slow right now. Would you mind if I borrow your phone, mine's out of batteries and I have to call my boss to tell him about this.
Jessica ঠিক আছে, নিয়ে আসি। ওটা গাড়িতে আছে।
OK, let me go get it. Its in the car.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।