বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 25 - অফিসে ফোন করা।
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
James হেলো?
Hello?
Linda ওখানে জেম্স আছে কি?
Hi, is James there please?
James হাঁ। কে বলছেন?
Yes. Who's calling?
Linda লিন্ডা।
Linda.
James একটু অপেক্ষা করুন।
One moment please.
Linda আচ্ছা।.
OK.
James হেলো?
Hello?
Linda জেম্স, আমি লিন্ডা।
Hi James, it's Linda.
James কেমন আছ লিন্ডা?
Hi Linda.
Linda এখন কি করছ?
What are you doing now?
James আমি কাজ করছি।
I'm working.
Linda তুমি ব্যাস্ত?
Are you busy?
James হাঁ। আজ সারাদিনই খুব ব্যাস্ত।
Yes. It's been really busy here all day.
Linda কটার সময় কাজ শেষ হবে?
What time do you get off of work?
James ৮.৩০টায়।
8:30PM
Linda তাহলে আমি ৮.৩০টার পর ফোন করব।
I'll call you back after 8:30PM
James ঠিক আছে। পরে কথা হবে।
OK. Talk to you later.
Linda বাই, বাই।
Bye bye.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।