নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Bill
|
এই যে জেন। তুমি কি মেল এনেছ?
| |
|
Jane
|
হ্যাঁ, আজ সকালে এনেছি। তাতে কয়েকটি বিল ও আমার মায়ের একটি চিঠি ছিল। তবে তাতে বেশ জাঙ্ক মেলও ছিল।
| |
|
Bill
|
আমার কিছু ছিল কি?
| |
|
Jane
|
আমার ঠিক মনে পড়ছে না, দেখতে হবে। হ্যাঁ, এই যে মনে হচ্ছে এটা তোমার।
| |
|
Bill
|
কোত্থেকে এসেছে?
| |
|
Jane
|
মার্কিন দূতাবাস।
| |
|
Bill
|
আমার হাত নোংরা। তুমি কি একটু খুলে দেবে?
| |
|
Jane
|
অবশ্যই।
| |
|
Bill
|
কি বলেছে?
| |
|
Jane
|
বলেছে তোমার পাসপোর্ট প্রস্তুত। যে কোন সময় আনতে পার।
| |
|
Bill
|
তুমি কি আমাকে তোমার গাড়িতে নিয়ে যেতে পারবে?
| |
|
Jane
|
কেন নয়, বলুন কখন?
| |
|
Bill
|
আমার মনে হয় তা হলে আমাদের এখনই যাওয়া উচিত। হাত ধুয়ে আসছি এবং তার পরে আমরা যাব। ঠিক আছে?
| |
|
Jane
|
হাঁ।
| |
|
|