বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 30 - তোমার বাবা-মা কোথায় থাকেন?
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Jason এই যে মেলিসা! এই শনি-রবিবার কি তুমি বাড়ি যাচ্ছ?
Hi Melissa, are you going home this weekend?
Melissa না, আসছে শনি-রবিবার নয়। আমার অনেক কাজ শেষ করতে হবে।
No, not this weekend. I have too much work to do.
Jason তোমার বাব-মা কোথায় থাকেন?
Where do your parents live?
Melissa বাবা ওয়াসিংটন ডি সি তে থাকেন।
My father lives in Washington DC.
Jason আর তোমার মা?
How about your mother?
Melissa মা দু বছর আগে মারা গেছেন।
My mother died two years ago.
Jason ওঃ, এ খবর শুনে আমি খুব দুঃখিত। তোমার বাবা কি এখনও কাজ করছেন?
Oh, I am sorry to hear that. Is your father still working?
Melissa না, উনি চাক্রি থেকে অবসর গ্রহণ করেছেন।
No, he's retired.
Jason এখানে তোমার কেউ আছে?
Do you have any family here?
Melissa হাঁ, আমার দুই খুরতুতো ভাই এখানে আছে আর এখান থেকে ৩০ মাইল দূরে আমার কাকা-কাকীমা থাকেন।
Yes, two of my cousins live here and my aunt and uncle live about 30 miles from here.
Jason তোমার নিজের ভাই-বোন আছে?
Do you have any brothers or sisters?
Melissa হাঁ, আমার দুই ভাই আছে, ওরা নিউ ওয়ার্কে থাকে আর একটি বোন আছে, ও বস্টনে থাকে।
Yes, I have two brothers who live in New York and a sister who lives in Boston.
Jason তোমার কি ওদের সঙ্গে মাঝে-মাঝে দেখা হয়?
Do you see them a lot?
Melissa যেমন চাই তেমন নয়। থ্যাক্সগিবিং আর বড়দিনের ছুটিতে সাধারণতঃ দেখা হয়।
Not as much as I'd like to. Usually just on holidays like Thanksgiving and Christmas.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।