নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Angela
|
হ্যালো?
| |
|
Dan
|
এই যে এঞ্জেলা, আমি ডন।
| |
|
Angela
|
ডন, কেমন আছ?
| |
|
Dan
|
ভাল।
| |
|
Angela
|
গতকাল তোমাকে ফোন করেছিলাম। আমার মেসেজ পেয়েছিলে?
| |
|
Dan
|
হ্যাঁ আমি স্নান করছিলাম যখন তোমার ফোন এসেছিল। তোমার কল দেখে কল ব্যাক করার চেষ্টা করেছিলাম। মনে হয় তোমার ফোন বন্ধ ছিল।
| |
|
Angela
|
তাই বোধহয়। তোমাকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম আমার বন্ধুর আগামি সপ্তাহে বিয়ে হবে। তুমি আমার সাথে বিয়েতে যাচ্ছ, তাই না?
| |
|
Dan
|
ও, ওটা আগামি সপ্তাহে?
| |
|
Angela
|
হ্যাঁ, তুমি কি ভুলে গেছ?
| |
|
Dan
|
না, অবশ্যই নয়। আমি তাদের জন্য ইতোমধ্যে উপহার কিনেছি।
| |
|
Angela
|
তা ভালই করেছ। আমি মেগানকেও নিমন্ত্রণ করতে চাই। তোমার সাথে ওর দেখা হলে আমার হয়ে ওকে বল।
| |
|
Dan
|
অবশ্যই, সে কি তোমার বন্ধুকে চিনে?
| |
|
Angela
|
হ্যাঁ, আমার মনে হয় তারা একই কলেজে পড়ত বা এ রকম কিছু হবে। আমি ঠিক জানিনা কিভাবে ওদের আলাপ হয়েছে।
| |
|
Dan
|
আমরা কি সবাই একসাথে গাড়িতে যাব?
| |
|
Angela
|
হ্যাঁ, আমি তোমাকে প্রথমে তুলে নেব, তারপর আমরা মেগানকে নিতে যাব।
| |
|
|