নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Karen
|
আমি শপিংয়ে যাচ্ছি। তুমি কি আসতে চাও?
| |
|
Jason
|
তুমি গতকাল শপিংয়ে গেলে, না?
| |
|
Karen
|
গিয়েছিলাম, কিন্তু আমার অনেক দিনের এক বন্ধু গত রাতে ফোন করেছিল তার জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে। তার জন্য একটা উপহার কেনা দরকার।
| |
|
Jason
|
ও আচ্ছা। তুমি তাকে কি দিতে চাও?
| |
|
Karen
|
সে কি পছন্দ করে আমি ঠিক জানি না। অনেকদিন ধরে তাকে আমি দেখিনি। তোমার কি মনে হয়?
| |
|
Jason
|
একটা কেক দেবে?
| |
|
Karen
|
তুমি যা বললে তা মন্দনয়, তবে মনে হয় আমার তাকে অন্য কিছু দেওয়া উচিত, এমন কিছু যা সে পরতে পারে।
| |
|
Jason
|
সোয়েটার হলে কেমন হয়? সেদিন দোকানে একটা খুব ভাল সোয়েটার দেখেছিলাম। সেখানে গিয়ে আমরা দুজনে এরবার দেখতে পারি।
| |
|
Karen
|
ঠিক আছে, কোন দোকানে ছিল ওটা?
| |
|
Jason
|
মেসিতে। আমার মনে হয় এ সপ্তাহান্তে তারা সেল দিচ্ছে।
| |
|
Karen
|
ওহ, ওটা খুব ভাল দোকান। সেখানকার কাপড় চোপড় আমার ভাল লাগে।
| |
|
|