বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 50 - আমি ছাত্র
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Rachel ক্রেগ, কাজের জন্য আপনি কি করেন?
Craig, what do you do for work?
Craig আমি এখনো ছাত্র।
I'm still a student.
Rachel কোন স্কুলে যান?
What school do you go to?
Craig বোষ্টন ইউনিভার্সিটি।
Boston University.
Rachel ওটা খুব ভাল স্কুল। সেখানে কি পড়েন?
That's a good school. What do you study?
Craig আমি ইংরেজি, অঙ্ক ও ইতিহাস পড়ছি। আমার মেজর হচ্ছে ইংরেজি।
I'm studying English, math, and history. My major is English.
Rachel আপনি কতদিন ধরে ইংরেজি শিখছেন?
How long have you been studying English?
Craig ছ বছরের বেশি হবে।
More than six years.
Rachel সে তো অনেক দিন।
That's a long time.
Craig হাঁ, আমি যখন হাই স্কুলে ছিলাম, তখন থেকেই ইংরেজি পড়া শুরু করেছিলাম।
Yeah, I started to learn English when I was in high school.
Rachel তাই তো আপনার ইংরেজি এত ভাল!
No wonder your English is so good.
Craig আসলে তেমন ভাল নয়। আমি পড়তে পারি তবে খুব ভাল ইংরেজি বলতে পারিনা। অনুশীলন করার তেমন সুযোগ আমি পাইনি।
Actually, it's not that good. I can read but I can't speak very well. I haven't had a lot of chance to practice.
Rachel ও আচ্ছা, অন্যদের সাথে কথা বলা খুবই দরকার।
I see. Talking with other people is very important.
Craig হ্যাঁ, তবে এখানে এখনো আমার তেমন একটা বন্ধু হয়নি।
Yes, but I still don't have many friends here yet.
Rachel আমার এপার্টমেন্টে আজ আমি একটা পার্টি দিচ্ছি। আপনার আশা উচিত।
I'm having a party tonight at my apartment. You should come.
Craig আমাকে নিমন্ত্রণের জন্য ধন্যবাদ। আমি আসব।
Oh thanks for inviting me. I'd love to come.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।