বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 20 - সাধারণ প্রশ্নমালা।
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Carol ব্রায়েন, ইংরেজি বলতে পার?
Brian, do you know how to speak English?
Brian হাঁ।
Yes.
Carol কোথায় শিখলে?
Where did you learn?
Brian কলেজে।
I learned in college.
Carol তুমি খুব ভাল বলতে পার।
You speak really well.
Brian ধন্যবাদ।
Thank you.
Carol যুক্তরাষ্ট্রে কত দিন আছ?
How long have you been in the U.S.?
Brian ৩ সপ্তাহ।
3 weeks.
Carol তোমার স্ত্রী তোমার সঙ্গে আছেন?
Is your wife with you?
Brian হাঁ। উনি গতকালই এলেন।
Yes, she just got here yesterday.
Carol এর আগে ক্যালিফফর্নিয়া গেছ?
Have you been to California before?
Brian না। কখনই না।
No. I've never been there.
Carol লাস বেগাস কখনও গেছ ?
Have you ever been to Las Vegas?
Brian হাঁ। অফিসের কাজে একবার গিয়েছি।
Yes. I went there once on a business trip.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।