বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 29 - গ্রন্থাগারে যাওয়া
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Kevin লীসা, আমার সঙ্গে পাঠাগার - লাইব্রেরী - যাবে?
Lisa, would you like to go to the library with me?
Lisa ঠিক আছে। একটা খবরের কাগজ কি আগে কিনতে পারি?
OK. Do you think we can go buy a newspaper first?
Kevin নিস্চয়ই। প্রথমে আমরা খবরের কাগজ কিনব আর তারপরে লাইব্রেরী যাব।
Sure. First we'll go buy a newspaper and then we'll go to the library.
Lisa আমরা হাটব না গাড়ি করে যাব?
Are we going to walk or drive?
Kevin আজকের আবহাওয়া খুব ভাল। হাটা যাক।
The weather is really nice today. Let's walk.
Lisa যদিও আবহাওয়া এখন ভাল আমার মনে হয় দুপুরে বৃষ্টি হবে।
The weather is good now, but I think it's suppose to rain this afternoon.
Kevin ঠিক আছে, তাহলে একটা ছাতা নিয়ে যাওয়া যাক। তোমার ভাই কি আমাদের সঙ্গে আসছে?
Alright, then let's take an umbrella. Is your brother coming with us?
Lisa না, ও এখনও ঘুমাচ্ছে।
No, he's still sleeping.
Kevin ওরে বাপরে! ১০টা বেজে গেছে এখন। অনেক রাত জেগেছিল নিশ্চয় গতকাল।
Wow, it's already 10:00AM. He must have been up late last night.
Lisa হাঁ, রাত ১২টার সময় বাড়ি এসেছিল।
Yeah, he didn't come home until 12:00AM.
Kevin আশাকরি, ও পরে আসতে পারবে।
I hope he can come later.
Lisa আমিও তাই আশাকরি। ওখানে পৌছিয়া ওকে ফোন করব।
I hope so too. I'll give him a call when we get there.
Kevin এখান থেকে লাইব্রেরী কর করে যাব?
How do we get to the library from here?
Lisa এই রাস্তা ধরে সোজা সামনে, জাদুঘরের পাশে। ১০ মিনিট লাগে।
It's straight down this road on the left, next to the museum. It takes about 10 minutes.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।