বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 45 - ফুলের অর্ডার দেয়া
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Receptionist শুভ বিকেল, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
Good afternoon, how may I help you?
Ryan আমি কিছু ফুলের জন্য অর্ডার দিতে চাই।
Hi, I'd like to order some flowers.
Receptionist সেগুলো কার জন্য?
Who are they for?
Ryan আমার স্ত্রীর জন্য । তার নাম সামান্থা।
They're for my Wife. Her name is Samantha.
Receptionist কি ধরণের ফুল আপনার পছন্দ?
What kind of flowers would you like?
Ryan জানিনা। ফুল সম্পর্কে তেমন একটা জানিনা। আপনি দু’একটা বলে দিন না।
I don't know. I don't know too much about flowers. Can you recommend something?
Receptionist ঠিক আছে। কি উপলক্ষে তাকে ফুল দিচ্ছেন বলুন?
OK. What's the reason you are sending her flowers?
Ryan আজ তার জন্মদিন। সে বলেছিল আমি যেন তার জন্য ফুল কিনি।
Today's her birthday and she told me she wants me to buy her flowers.
Receptionist আপনি কি জানেন, কোন ফুল সে পছন্দ করে?
Do you know what kind of flowers she likes?
Ryan আমি ঠিক জানিনা। জানি, আমার জানা উচিত্ ছিল, তবে এই মূহুর্তে ঠিক মনে করতে পারছি না।
I'm not sure. I know I should know that, but I can't remember right now.
Receptionist যেহেতু আপনার স্ত্রীর জন্য, আমার মনে হয় আপনার গোলাপ দেওয়া উচি।
Well, they're for your wife, so I think you should give her roses.
Ryan গোলাপ খুব ভাল হবে।
Roses will be fine.
Receptionist কি রঙের?
What color?
Ryan আমার মতে লাল ভাল হবে।
I think red would be nice.
Receptionist আপনি কি ফুল নিয়ে যাবেন, না আমরা বাড়িতে গিয়ে দেব?
Do you want to pick them up or should we deliver them?
Ryan আপনারা কি দেবেন?
Can you deliver them please.
Receptionist ঠিকানা কি?
What's the address?
Ryan ২৪১, মেইন ষ্ট্রীট।
241 Main street.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।