নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Kim
|
এই যে পিটার, তোমার সাথে কি এক মুহূর্ত কথা বলতে পারি। শুনলাম শহর কেন্দ্রের কুকি ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছে।
| |
|
Peter
|
তুমি কোথায় শুনলে?
| |
|
Kim
|
সারা আমাকে বলল।
| |
|
Peter
|
আমি নিশ্চিত নই যে তা সত্যি। এ ব্যাপারে আমি আর কিছু শুনিনি।
| |
|
Kim
|
সে বলল যে তারা লোকজন কে ছাঁটাই করা শুরু করেছে।
| |
|
Peter
|
তোমার বাবা ওখানে কাজ করেন, না?
| |
|
Kim
|
হ্যাঁ, আমি খুবই চিন্তিত যে উনারও ছাটাই হতে পারে, সে কেবল তিনমাস আগে সেখানে কাজ শুরু করেছেন। আমার কি করা উচিত মনে হয়?
| |
|
Peter
|
আমি হলে, তোমার বাবার সাথে কথা বলতাম।
| |
|
Kim
|
হ্যাঁ, তবে কোন সমস্যা যদি হয় সে আমাকে বলবে বলে মনে হয় না। সে আমাকে চঙ্চলিত হই চায় না, কিন্তু আমি খুবই জানতে চাই কি হচ্ছে।
| |
|
Peter
|
তাহলে এখন তুমি কি করতে চাও?
| |
|
Kim
|
ঐ কোম্পানির প্রেসিডেন্টের সাথে তোমার ভাল সম্পর্ক আছে তাই না?
| |
|
Peter
|
হ্যাঁ, বছর পাঁচেক আগে আমরা অন্য একটি কোম্পানীতে একত্র কাজ করতাম।
| |
|
Kim
|
বোধহয় তুমি তাকে ফোন করে কি হচ্ছে জানতে পার?
| |
|
Peter
|
আমি জানিনা। বোধহয় আমি করতে পারি। এখন দেরী হয়ে গেছে, তবে সকালে আমি তাকে ফোন করব।
| |
|
Kim
|
ওকে! তোমাকে অজস্র ধন্যবাদ।
| |
|
|