বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 94 - তোমার প্রিয় খেলা কি?
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Stephanie তোমার প্রিয় খেলা কি?
What's your favorite sport?
Frank আমি বাস্কেটবল পছন্দ করি। এই খেলা আমি টিভিতে সব সময় দেখি।
I like basketball. I watch the games on TV all the time.
Stephanie তোমার প্রিয় টিম কি?
Who's your favorite team?
Frank বোষ্টন কেলটিকসরা।
The Boston Celtics.
Stephanie এ বছর তারা খুব ভাল করছে, তাই না?
They're really good this year, aren't they?
Frank হ্যাঁ, তুমি কি তাদের পছন্দ কর?
Yes. Do you like them?
Stephanie হ্যাঁ, এখানকার সকলেই করে।
Yes. Everyone around here does.
Frank তোমার কি মনে হয় এবছর তারা চ্যাম্পিয়নশীপ জিতবে?
Do you think they'll win the championship this year?
Stephanie হতে পারে। ওদের কয়েকজন খুব ভাল খেলোয়ার আছে।
It's possible. They have some really good players.
Frank গত রাতের খেলাটা কি তুমি দেখেছিলে?
Did you watch the game last night?
Stephanie একটুক্ষণ, সবটা দেখিনি। আমি দ্বিতীয় অর্ধেকটা পুরোপুরি দেখেছি আর শিরোখেলার অংশগুলো অনলাইনে দেখেছি।
A little, not the whole thing. I watched the second half though and I saw some of the highlights online.
Frank দারুন খেলা হয়েছিল, তাই না?
It was a great game, wasn't it?
Stephanie হ্যাঁ। আগামী রাতে ওরা কাদের সাথে খেলবে তুমি কি জান?
Yeah. Do you know who they're playing tomorrow night?
Frank মনে হয় তারা লস এঞ্জেলসের সাথে খেলবে।
I think their playing LA.
Stephanie তাহলে তো একটা মজার খেলা হবে। লস এঞ্জেলসের ভাল দল।
That's going to be a tough game. LA has a good team.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।