বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 61 - ডাক্তারের পরিদর্শণ
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Doctor হ্যালো, মিসেস উইলসন।
Hello Mrs. Wilson.
Mrs. Wilson হাঁ, ডাক্তারবাবু।
Hi Doctor.
Doctor আপনি কেমন বোধ করচছেন?
How are you feeling?
Mrs. Wilson তেমন ভাল লাগছে না।
I don't feel good.
Doctor কি খারাপ লাগছে?
What's bothering you?
Mrs. Wilson পেটে ও মাথায় ব্যথা।
I have a stomachache and a headache.
Doctor কোথায় ব্যথা হচ্ছে?
Where does it hurt?
Mrs. Wilson এই যে এখানে।
Here.
Doctor জ্বর আছে?
Do you have a fever?
Mrs. Wilson না, মনে হচ্ছে না।
No, I don't think so.
Doctor ঠিক আছে,আপনার গলাটা দেখি। মুখ খুলুন। আপনার কন্ঠনালী লাল।ব্যাথা করছে?
OK. Let me look at your throat. Open your mouth. Your throat's red. Does it hurt?
Mrs. Wilson হ্যাঁ, খুব।
Yes. It's sore.
Doctor কখন থেকে এরূপ বোধ হচ্ছে?
When did it start to feel this way?
Mrs. Wilson গত সপ্তাহ থেকে।
Last week.
Doctor মনে হয় আপনার ভাইরাস আছে। হতে পারে ফ্লু। আপনাকে কিছু ঔষধের প্রেসক্রিপশন দিচ্ছি।
I think you have a virus. It might be the flu. I'm going to give you a prescription for some medicine.
Mrs. Wilson ধন্যবাদ।
Thank you.
Doctor বিশ্রাম নিতে চেষ্টা করুন। প্রচুর জল ও কমলার রস খেতে হবে।
Try to get some rest, and be sure to drink lots of water and orange juice.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।