বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 37 - একটি উপযুক্ত দোকান খুঁজে বের করা
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Andrew পাম, সবচেয়ে কাছের এ টি এম কোথায় আছে জান কি?
Pam, where's the closest ATM?
Pam খুব দূরে নয়। ঐ যে ওখানে হলুদ দালানটি দেখতে পাচ্ছেন?
It's not that far. Do you see that Yellow building over there?
Andrew বড় না ছোটটা?
The big one or the small one?
Pam বড়টা
The big one.
Andrew আচ্ছা।
Yes.
Pam ওঁর ঠিক পাশে, ডানদিকে।
It's right next to it, on the right.
Andrew এখানে, কাছাকাছি, কোন কনভিনিয়েন্ট ষ্টোর আছে কি?
Do you know if there's a convenience store around here?
Pam আমার মনে হয় না। সবচেয়ে কাছেরটি ৩য় রাস্তায় তবে সম্ভবত: সেটি এখন বন্ধ।
I don't think there's one around here. The closest one is on 3rd street, but that's probably closed now.
Andrew এখান থেকে যাবার আগে আমার কিছু কিনতে হবে।
I really need to get some things before I leave.
Pam তাহলে আপনাকে ২২ নং সড়কে যেতে হবে। সেখানে বেশ কিছু দোকান পাবেন যারা রাত -দিন খোলা থাকে।
Well, you could go down to 22nd street. There are lot of stores down there that are open 24 hours a day.
Andrew আমি কি সেখানে সাবওয়েতে যেতে পারব?
Can I take the subway to get there?
Pam পারবেন, তবে সম্ভবত: তাতে আধ ঘন্টা লাগবে। আপনি বরং একটি টেক্সি নিতে পারেন।
Yes, but that'll probably take about half an hour. You should just take a cab.
Andrew তাতে কি অত্যাধিক ভাড়া হবে না?
Won't that be expensive?
Pam না, এখান থেকে আমার মনে হয় ৫ ডলার লাগবে।
No, from here I think it's only about 5 dollars.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।