নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Jerry
|
এন, আজ রাতে আপনি কি করতে চান?
| |
|
Ann
|
আমি সিনেমা দেখতে চাই।
| |
|
Jerry
|
শুনলাম মুভি থিয়েটারে টাইটানিক চলছে।
| |
|
Ann
|
শুনেছি ওটা নাকি খুবই ভাল ছবি। ওটা কখন শুরু হয়?
| |
|
Jerry
|
সন্ধ্যে সাড়ে ছ’টায়। ওটি বেশ দীর্ঘ ছবি। আমার মনে হয় ছবিটি প্রায় ৩ ঘন্টা ধরে চলে।
| |
|
Ann
|
আপনি এসে আমাকে নিয়ে যাবেন?
| |
|
Jerry
|
কটার সময়?
| |
|
Ann
|
মনে হয় আমাদের আগেভাগেই পৌঁছাতে হবে। ৫.০০ টার সময় কি আপনার পক্ষে ঠিক আছে?
| |
|
Jerry
|
তাই ভাল হবে। আমি বিকেল ৫.০০ টায় আপনার বাড়িতে যাব।
| |
|
Ann
|
ছবি দেখার আগে আপনি কি কিছু খেয়ে নিতে চান?
| |
|
Jerry
|
আমি নিশ্চিত নই যে, তার জন্য যথেষ্ট সময় থাকবে। তবে আপনি চাইলে থিয়েটারে আমরা পপ কর্ন ও হটডগ খেয়ে নিতে পারি।
| |
|
Ann
|
সেখানকার পপ কর্ন আমি পছন্দ করিনা। আমার মনে হয় তারা তাতে খুব বেশি লবণ মেশায়।
| |
|
Jerry
|
ঠিক আছে, তাহলে আমি আপনাকে কিছু আগে তুলে নেব এবং থিয়েটারের পাশেই থাই রেষ্টুরেন্টে খাব, আচ্ছা?
| |
|
Ann
|
হ্যাঁ, ওটা আমার খুব ভাললাগে।
| |
|
|