বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 63 - আমি মত পাল্টেছি
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Ellen কেভিন, তুমি কি করতে চাও?
Kevin, what would you like to do?
Kevin আমি জানি না। টিভি দেখতে পারি।
I don't know. Maybe watch TV.
Ellen ভালই হবে। শপিংয়ে আমরা পরে যাচ্ছি তাই এখন কিছুটা বিশ্রাম করে নাও।
That's a good idea. We're going shopping later so I think you should rest for a while.
Kevin মনে হয় না আমি আর যাব।
I don't think I want to go anymore.
Ellen কি বলতে চাচ্ছো? ভেবেছিলাম তুমি শপিংয়ে যাবে।
What do you mean? I thought you said we were going shopping.
Kevin আমি জানি, তবে আমি মন পাল্টেছি। আমি বড্ড ক্লান্ত।
I know, but I changed my mind. I'm too tired.
Ellen ঠিক আছে, কিন্তু আমার এখনও অনেক কিছু কেনা বাকি আছে। কখন যাবো বলে ভাবছো?
Well, I still have a lot of stuff to buy. When do you think we'll go?
Kevin আজ রাতে বোধহয়।
Maybe tonight.
Ellen ঠিক আছে, তোমার ফোনটা একটু ব্যবহার করতে পারি কি?
OK, would you mind if I use your phone?
Kevin দুঃখিত, আমার সিগনাল নেই।
Sorry I don't have signal.
Ellen তুমি কি ধাপ্পাবাজি দিচ্ছ? এখানে সবসময় ভাল রিসেপশন পাই।
Are you kidding? I usually have really good reception here.
Kevin আমার ফোনটি বেশ পুরনো, ভাল কাজ করছে না।
My phone is very old and it doesn't work very well.
Ellen যদি বাইরে নিয়ে যাই কেমন হয়?
What if I take it outside?
Kevin হ্যাঁ, ভালই হবে। বাইরে এটি ভাল কাজ করে।
Yes, that's fine. It works well outside.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।