নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Josh
|
এই যে রেছেল।
| |
|
Rachel
|
এই যে জশ। অনেকদিন পরে দেখা হলো। তুমি এখন কোথায় কাজ করছ?
| |
|
Josh
|
শহরের কেন্দ্রস্থলে একটি সফটওয়ার কোম্পানিতে আমি এখন কাজ করছি।
| |
|
Rachel
|
বেশ ভাল। তুমি কি ধরনের সফটওয়ার তৈরি করছ?
| |
|
Josh
|
এটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসার ডাটা বেইজ তৈরি করা।
| |
|
Rachel
|
তোমার কোম্পানির কোন ওয়েবসাইট আছে?
| |
|
Josh
|
হ্যাঁ।
| |
|
Rachel
|
ওয়েবসাইটের ঠিকানা কি?
| |
|
Josh
|
ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ .কম
| |
|
Rachel
|
কিভাবে আমি সফটওয়ার পেতে পারি?
| |
|
Josh
|
তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পার। এটা বেশ জনপ্রিয় ও বিনামূল্য।
| |
|
Rachel
|
হ্যাঁ, তাই করব। আমাকে এখন যেতে হবে। তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভাল লাগছে।
| |
|
Josh
|
তোমাকে দেখেও আমার ভাল লেগেছে। পরের সপ্তাহে আমাকে ই-মেল কর এবং আমরা একত্র হয়ে কোথাও কফি খেতে যেতে পারি।
| |
|
Rachel
|
আমার কম্পিউটার ভাঙ্গা, তাই এখন আমি ই-মেল পাঠাতে পারছিনা। আমি কি তোমাকে কল করতে পারি?
| |
|
Josh
|
নিশ্চয়ই, আমার নম্বর হচ্ছে ২৩৩-২৮৮-২৩২৮
| |
|
|