বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 73 - আমার পার্স খুঁজতে সহযোহিতা কর
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Barbara এডাম, তুমি কি আমার হয়ে একটি কাজ করবে?
Adam, can you do me a favor?
Adam অবশ্যই।
Sure.
Barbara আমার পার্সটি খুঁজে পাচ্ছি না। তুমি কি খুজতে সাহায্য করবে?
I can't find my purse. Can you help me?
Adam হাঁ। আমি তোমাকে খুঁজতে সাহায্য করব।
No problem, I'll help you look for it.
Barbara ধন্যবাদ।
Thanks.
Adam কি রঙের ছিল?
What color is it?
Barbara কালো।
It's black.
Adam তুমি কি রান্নাঘরে খুজেছ?
Did you look in the kitchen?
Barbara হ্যাঁ, আমি ওখানে খুজেছি।
Yes, I already looked there.
Adam আমি বৈঠকখানায় দেখব।
I'll look in the living room.
Barbara তুমি কি পেলে?
Did you find it?
Adam না, সেখানে ওটা নেই। তুমি শেষ কখন দেখেছিলে?
No. It's not in there. When was the last time you saw it?
Barbara আজ সকালে যখন লাইব্রেরিতে গিয়েছিলাম ওটা আমার সাথেই ছিল।
I had it when I went to the library this morning.
Adam তোমার কি মনে হয় সেখানে ফেলে এসেছো?
Do you think you might have left it there?
Barbara হতে পারে। আমি লাইব্রেরিতে ফোন করে দেখছি কেউ পেয়েছে কিনা।
Maybe. I'll call the library and ask them if anyone found it.
Adam দাঁড়াও, এই কি সেটা।
Wait! Is this it?
Barbara হ্যাঁ, ওটাই সেটা। ওটাই আমার পার্স। ওটা খুঁজতে আমাকে সহায়তার জন্য ধন্যবাদ।
Yes, That's it. That's my purse. Thanks for helping me find it.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।