বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 24 - আমি মানিব্যাগ হারিয়েছি।
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Steve এইযে, কেমন চলছে?
Hey, How's it going?
Jessica ভাল নয়। আমার টাকা-পয়সার থলিটা হারিয়েছি।
Not good. I lost my wallet.
Steve ওটা কি চুরি হয়েছে?
Oh, that's too bad. Was it stolen?
Jessica না, টেক্সিতে যখন ছিলাম, আমার মনে হয় তখন পকেট থেকে পরে গেছে।
No, I think it came out of my pocket when I was in the taxi.
Steve কিছু করতে পারি?
Is there anything I can do?
Jessica একটু পয়সা ধার দিতে পার?
Can I borrow some money?
Steve নিস্চয়ই। কত লাগবে?
Sure, how much do you need?
Jessica ৫০ ডলারের মত।
About 50 dollars.
Steve এটা কোনো সমস্যাই নয়।
That's no problem.
Jessica ধন্যবাদ। শুক্রবার ফেরত দেব।
Thanks. I'll pay you back on Friday.
Steve সেটা খুব ভাল। এই যে।
That'll be fine. Here you are.
Jessica এবার কি করবে?
What are you going to do now?
Steve আমার কিছু বই কিনতে হবে তারপর গাস স্টেশনে যাব।
I'm going to buy some books and then I'm going to the gas station.
Jessica আমি তোমার সঙ্গে যেতে পারি যদি তুমি এক মিনিট অপেক্ষা কর।
If you wait a minute I can go with you.
Steve ঠিক আছে। আমি অপেক্ষা করব।
OK. I'll wait for you.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।