বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 12 - তোমার কাছে পর্যাপ্ত টাকা আছে ?
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Joe লরা, আজকে কি করছ?
Laura, what are you going to do today?
Laura আমি বাজার যাচ্ছি।
I'm going shopping.
Joe কখন যাচ্ছ?
What time are you leaving?
Laura ৪টা নাগাদ যাব।
I'm going to leave around 4 O'clock.
Joe আমার জন্য একটা হাম স্যান্ডউয়িচ কিনে আনতে পারবে?
Will you buy a ham sandwich for me at the store?
Laura ঠিক আছে।
OK.
Joe পয়সা আছে তো?
Do you have enough money?
Laura ঠিক জানিনা।
I'm not sure.
Joe কত আছে তোমার কাছে?
How much do you have?
Laura ২৫ ডলার। তোমার কি মনে হয় ওতে হবে?
25 dollars. Do you think that's enough?
Joe ওটা তো বেশি নয়।
That's not very much.
Laura আমার মনে হয় এতে হবে। এ ছাড়া আমার কাছে দুটো ক্রেডিট কার্ড আছে।
I think it's OK. I also have two credit cards.
Joe আচ্ছা, আরও দশ ডলার দি।
Let me give you another ten dollars.
Laura ঠিক আছে. পরে দেখা হবে।
Thanks. See you later.
Joe আবার দেখা হবে।
Bye.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।