বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 60 - গাড়ি দূর্ঘটনা
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Shannon এন্থনী, তুমি কি ঠিক আছ?
Anthony, are you OK?
Anthony এখন আমি ভালই। তবে আজ সকালে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলাম।
I'm OK now, but I got into an car accident this morning.
Shannon আঘাত পেয়েছিলে?
Were you hurt?
Anthony না, তবে আমার ঘাড়ে এখনও ব্যাথা আছে।
No, but my neck is still a little sore.
Shannon কি হয়েছিল?
What happened?
Anthony আমি মনোযোগ দিচ্চ্ছিলামনা আর সামনে দাঁড়ানো একটি গাড়িকে ধাক্কা দিলাম।
I wasn't paying attention and I hit a car that stopped in front of me.
Shannon ঐ গাড়ির আরোহীগণ ঠিক আছে?
Were the people in the other car all right?
Anthony হ্যাঁ, তারাঠিক আছে। আমি তেমন দ্রুত যাচ্ছিলাম না।
Yes, they're fine. I wasn't going very fast.
Shannon তুমি কি সীটবেল্ট পরেছিলে?
Were you wearing a seatbelt?
Anthony হ্যাঁ।
Yes.
Shannon পুলিশ এসেছিল?
Did the police come?
Anthony হ্যাঁ, ঠিক পরপরই আমি সেল ফোনে তাদেরকে ডেকেছিলাম।
Yeah, I called them on my cell phone right after it happened.
Shannon তুমি কি চাও তোমাকে গাড়ি করে বাড়িতে নিয়ে যাই?
Do you want me to drive you home?
Anthony না, আজ বিকেলে আমার গাড়িটাকে মেরামত করতে হবে।
No, I need to go get my car fixed this afternoon.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।