নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Tom
|
বড়দিন প্রায় এসে গেল। সপ্তাহান্তে (ছুটির দিনে) কি করবে?
| |
|
Sara
|
তেমন কিছু না, রুটিনমাফিক কাজ। কেন জিঙ্গেস করছ?
| |
|
Tom
|
আমার এখনও বড়দিনের কেনাকাটা শেষ হয়নি। তুমি কি সপ্তাহান্তে আমার সাথে শপিঙে যাবে?
| |
|
Sara
|
আমি নিশ্চিত নই পারব কি না যদিও যাবার ইচ্ছা আছে। গত কয়েকদিন কাজের চাপ বেড়েছে। তার বদলে শুক্রবার যাই না কেন?
| |
|
Tom
|
শুক্রবারে ভাল হবে না। দোকানগুলোতে ঠাসা ভীড় থাকবে এবং আমাকে কাজ করতে হবে।
| |
|
Sara
|
ঠিক আছে, তাহলে এ সপ্তাহান্তে চল। শুক্রবারের মধ্যে জানতে পারব যেতে পারব কিনা। সব ঠিক হলে আমি কি তোমায় ফোন করব?
| |
|
Tom
|
হ্যাঁ, তাই ভাল হবে।
| |
|
Sara
|
তোমার নম্বরটা বল।
| |
|
Tom
|
২৩৩-৩৩১-৮৮২৮। আমার ই-মেইল ঠিকানাটাও লিখে নাও।এটা হল সারা@জিমেল.কম
| |
|
Sara
|
ঠিক আছে, অচিরেই তোমার সাথে কথা হবে।
| |
|
Tom
|
আচ্ছা।
| |
|
|