নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Sharon
|
এই যে জন, তোমার সাথে এক মিনিট কথা বলতে পারি?
| |
|
John
|
অবশ্যই, কি হয়েছে?
| |
|
Sharon
|
তোমাকে জানাতে চাই যে কয়েক মাস আগে আমি একটা বইয়ের ক্লাবে যোগ দিয়েছি। আমি জানি তুমি বেশ পড় তাই ভাবলাম তুমি আগামী মাসে আমার সাথে সেখানে যেতে পার।
| |
|
John
|
ওহ, শুনে মনে হচ্ছে বেশ মজার। দলটা কখন একত্রিত হয়?
| |
|
Sharon
|
সাধারণত: মাসের শেষ শনিবারে রাত সাড়ে ন’টায়। সেটা কি তোমার জন্য খুব দেরি হবে?
| |
|
John
|
না, মনে হচ্ছে দেরি না। তোমরা কি নিয়ে আলোচনা কর?
| |
|
Sharon
|
প্রতি মাসে আমরা একটা নূতন বই পড়ার জন্য বাছাই করি আর পরবর্তী মিটিঙে সে বিষয়ে আলোচনা করি।
| |
|
John
|
তুমি এখন কি বই পড়ছ?
| |
|
Sharon
|
দ্য কাইট রানার।
| |
|
John
|
শুনেছি বইটা ভাল। গল্পটা কিসের বিষয়?
| |
|
Sharon
|
বইটা ভাল। আমি প্রায় শেষ করেছি। বইটির বিষয়বস্তু হচ্ছে আশির দশকে আফগানিস্তানে একটি ছেলের বড় হওয়া নিয়ে। বইটার নামকরণ দ্য কাইট রানার কারণ এই গল্পের মূখ্য চরিত্র একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় অংশ নেয়।
| |
|
John
|
শুনে ভাল লাগল। আমি খুবই যেতে চাই।
| |
|
Sharon
|
ঠিক আছে, ভাল হল। আগামী দু’সপ্তাহের মধ্যে পরবর্তী মিটিং হচ্ছে না, তাই তোমার বই পড়ার সময় আছে।
| |
|
|