নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Sharon
|
এই জর্জ, তুমি কি জানো কি করে জাউন টাউন যেতে হয়?
| |
|
George
|
অবশ্যই। তুমি সেখানে যাচ্ছ কেন ?
| |
|
Sharon
|
আমি একটি নূতন কম্পিউটার কিনতে চাই।
| |
|
George
|
ঠিক আছে, তুমি কি গাড়ি চালাচ্ছ?
| |
|
Sharon
|
হ্যাঁ,
| |
|
George
|
সোজা এ রাস্তা ধরে যাও। যখন দ্বিতীয় বাতিতে আসবে তখন বামে মোড় নিবে। এরপর হাইওয়ে ধরে এক্সিট ৫২ ধরে যাবে।
| |
|
Sharon
|
শুনে বেশ জটিল মনে হচ্ছে। তুমি কি আবার আমায় বলতে পারবে? প্রথমে আমি কোন রাস্তা নেব?
| |
|
George
|
তুমি এ রাস্তা ধরে যাও। যেখানে দ্বিতীয় বারি দেখবে সেখানে বাম দিকে ঘুরবে। ওই রাস্তা হল প্রধান সড়ক।
| |
|
Sharon
|
ঠিক আছে, মনে হচ্ছে এবার আমি পারব।
| |
|
George
|
তুমি কিসের জন্য নূতন কম্পিউটার কিনতে যাচ্ছ? কয়েক মাস আগেই একটি কিনেছিলে, তাই না?
| |
|
Sharon
|
ঠিক, কিন্তু সেটি আর কাজ করছেনা।
| |
|
George
|
কোথেকে কিনেছিলে?
| |
|
Sharon
|
ওয়াল-মার্ট থেকে।
| |
|
George
|
আমার মনে হয় তোমার কম্পিউটার এখনও ওয়ারেন্টির আওতায় রয়েছে। তুমি এটি তাদের কাছে নিতে পারো আর ওরা বিনামূল্যে ঠিক করে দিবে।
| |
|
Sharon
|
তুমি ঠিকই বলেছ। আমি সে বিষয়ে ভাবিনি। আমার ওদের সঙ্গে কথা বলতে যাওয়া উচিত । সব চেয়ে নিকট য়াল-মার্টটা কোথায়?
| |
|
George
|
এখান থেকে ২ ব্লক পরেই। সেখান থেকে কিছু জিনিস কিনতে আমাকে যেতে হবে। তুমি কি আমার পিছে পিছে আসবে?
| |
|
Sharon
|
হাঁ।
| |
|
|