নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Karen
|
আমি শপিংয়ে যাচ্ছি। তুমি কি আসতে চাও?
I'm going shopping. Do you want to come?
| |
|
Jason
|
তুমি গতকাল শপিংয়ে গেলে, না?
I thought you went shopping yesterday.
| |
|
Karen
|
গিয়েছিলাম, কিন্তু আমার অনেক দিনের এক বন্ধু গত রাতে ফোন করেছিল তার জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে। তার জন্য একটা উপহার কেনা দরকার।
I did, but an old friend called me last night and invited me to his birthday party. I need to buy a gift for him.
| |
|
Jason
|
ও আচ্ছা। তুমি তাকে কি দিতে চাও?
I see. What are you going to get him?
| |
|
Karen
|
সে কি পছন্দ করে আমি ঠিক জানি না। অনেকদিন ধরে তাকে আমি দেখিনি। তোমার কি মনে হয়?
I really have no idea what he likes. I haven't seen him in a long time. What do you think?
| |
|
Jason
|
একটা কেক দেবে?
Maybe a cake?
| |
|
Karen
|
তুমি যা বললে তা মন্দনয়, তবে মনে হয় আমার তাকে অন্য কিছু দেওয়া উচিত, এমন কিছু যা সে পরতে পারে।
Well, that's a good idea, but I think I should probably get him something else, like something he can wear.
| |
|
Jason
|
সোয়েটার হলে কেমন হয়? সেদিন দোকানে একটা খুব ভাল সোয়েটার দেখেছিলাম। সেখানে গিয়ে আমরা দুজনে এরবার দেখতে পারি।
How about a sweater? I saw a really nice one in the mall the other day. Maybe we can go there and take a look.
| |
|
Karen
|
ঠিক আছে, কোন দোকানে ছিল ওটা?
OK, what store was it in?
| |
|
Jason
|
মেসিতে। আমার মনে হয় এ সপ্তাহান্তে তারা সেল দিচ্ছে।
It was at Macy's. I think they're having a sale this weekend.
| |
|
Karen
|
ওহ, ওটা খুব ভাল দোকান। সেখানকার কাপড় চোপড় আমার ভাল লাগে।
Oh, that's a really nice store. I like the clothes there.
| |
|
|