নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Henry
|
জুডি, আপনার স্বামীর গাড়িটা খুবই সুন্দর।
| |
|
Judy
|
ধন্যবাদ। আমারটার চেয়ে অনেক ভাল, আর ওটা নূতনও।
| |
|
Henry
|
আপনি কোথায় যাচ্ছেন?
| |
|
Judy
|
শহরে যাচ্ছি, আমর বোনের সঙ্গে দেখা করতে ।
| |
|
Henry
|
আপনার বোন শহরে থাকে জানতাম না। সে কবে ওখানে গেল?
| |
|
Judy
|
প্রায় বছর খানেক হল। সে ৩য় সড়কে একটা এপার্টমেন্টে থাকে, পাবলিক লাইব্রেরীর উল্টো দিকে।
| |
|
Henry
|
ও তাই। এখন প্রায় বিকেল ৫ টা হল, এখন অনেক ভীড় হবে বলে কি আপনার মনে হয় না?
| |
|
Judy
|
ও! আমরা গাড়িতে যাচ্ছিনা, সাবওয়েতে যাচ্ছি, মাত্র ২০ মিনিট লাগবে।
| |
|
Henry
|
তা বুঝলাম কিন্তু এখন খুবই ভীড় হবে। আমার সবসময় অস্বস্তি লাগে সবওয়েতে।
| |
|
Judy
|
প্রতিদিন কাজে যাওয়ার জন্য আমাকে সাবওয়ে নিতে হয়, তাই আমার সহ্য হয়ে গেছে।
| |
|
Henry
|
আপনার মা শহরে থাকেন, তাই না?
| |
|
Judy
|
হ্যাঁ, সে প্রায় ১০ বছর ধরে ওখানে আছে।
| |
|
Henry
|
আমার মনে পড়ে যখন তিনি ওখানে গেলেন। তখন এপার্টমেন্টগুলো বেশ সস্তা ছিল।
| |
|
Judy
|
হাঁ, ঠিক তাই। আজকাল যুক্তিযুক্তের মধ্যে কিছু পাওয়া কঠিন।
| |
|
Henry
|
মজা করুন গিয়ে। যখন আপনার সময় হবে, আমাকে একটা ফোন করবেন, আমরা তাস খেলতে যাব।
| |
|
Judy
|
পরে দেখা হবে।
| |
|
|