বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 48 - পরিকল্পণা করা
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Tom বড়দিন প্রায় এসে গেল। সপ্তাহান্তে (ছুটির দিনে) কি করবে?
It's almost Christmas. What are you doing this weekend?
Sara তেমন কিছু না, রুটিনমাফিক কাজ। কেন জিঙ্গেস করছ?
Nothing special, just working. Why do you ask?
Tom আমার এখনও বড়দিনের কেনাকাটা শেষ হয়নি। তুমি কি সপ্তাহান্তে আমার সাথে শপিঙে যাবে?
Well, I still haven't finished my Christmas shopping. Do you want to go shopping with me this weekend?
Sara আমি নিশ্চিত নই পারব কি না যদিও যাবার ইচ্ছা আছে। গত কয়েকদিন কাজের চাপ বেড়েছে। তার বদলে শুক্রবার যাই না কেন?
I'd like to, but I'm not sure if I can. Work has been really busy lately. Why don't we go on Friday instead?
Tom শুক্রবারে ভাল হবে না। দোকানগুলোতে ঠাসা ভীড় থাকবে এবং আমাকে কাজ করতে হবে।
Friday's not good. I think the stores will be very crowded and I have to work.
Sara ঠিক আছে, তাহলে এ সপ্তাহান্তে চল। শুক্রবারের মধ্যে জানতে পারব যেতে পারব কিনা। সব ঠিক হলে আমি কি তোমায় ফোন করব?
OK, then let's try to go this weekend. I should know if I can go by Friday. Is it OK if I call you then?
Tom হ্যাঁ, তাই ভাল হবে।
Yeah, that's fine.
Sara তোমার নম্বরটা বল।
What's your number?
Tom ২৩৩-৩৩১-৮৮২৮। আমার ই-মেইল ঠিকানাটাও লিখে নাও।এটা হল সারা@জিমেল.কম
233-331-8828. Let me give you my email address too. It's sara@gmail.com
Sara ঠিক আছে, অচিরেই তোমার সাথে কথা হবে।
OK, I'll talk to you soon.
Tom আচ্ছা।
OK.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।