নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Andrew
|
পাম, সবচেয়ে কাছের এ টি এম কোথায় আছে জান কি?
| |
|
Pam
|
খুব দূরে নয়। ঐ যে ওখানে হলুদ দালানটি দেখতে পাচ্ছেন?
| |
|
Andrew
|
বড় না ছোটটা?
| |
|
Pam
|
বড়টা
| |
|
Andrew
|
আচ্ছা।
| |
|
Pam
|
ওঁর ঠিক পাশে, ডানদিকে।
| |
|
Andrew
|
এখানে, কাছাকাছি, কোন কনভিনিয়েন্ট ষ্টোর আছে কি?
| |
|
Pam
|
আমার মনে হয় না। সবচেয়ে কাছেরটি ৩য় রাস্তায় তবে সম্ভবত: সেটি এখন বন্ধ।
| |
|
Andrew
|
এখান থেকে যাবার আগে আমার কিছু কিনতে হবে।
| |
|
Pam
|
তাহলে আপনাকে ২২ নং সড়কে যেতে হবে। সেখানে বেশ কিছু দোকান পাবেন যারা রাত -দিন খোলা থাকে।
| |
|
Andrew
|
আমি কি সেখানে সাবওয়েতে যেতে পারব?
| |
|
Pam
|
পারবেন, তবে সম্ভবত: তাতে আধ ঘন্টা লাগবে। আপনি বরং একটি টেক্সি নিতে পারেন।
| |
|
Andrew
|
তাতে কি অত্যাধিক ভাড়া হবে না?
| |
|
Pam
|
না, এখান থেকে আমার মনে হয় ৫ ডলার লাগবে।
| |
|
|