বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 22 - তোমার ছেলেমেয়ে আছে ?
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Michelle চার্লস, তোমার ছেলেপেলে আছে?
Charles, do you have any children?
Charles হাঁ।
Yes.
Michelle কটা ছেলেমেয়ে?
How many children do you have?
Charles দুটো। একটা ছেলে আর একটা মেয়ে।
I have two kids. A boy and a girl.
Michelle ওদের নাম কি?
What are their names?
Charles জেক আর স্টেফানি।
Jack and Stephanie.
Michelle ওদের বয়স কত?
How old are they?
Charles স্টেফানি ১৮ আর জেক ২৪।
Stephanie is 18 and Jack is 24.
Michelle ওরা কি স্কুলে?
Are they in school?
Charles স্টেফানি ওয়াশিংটনে কলেজে পড়ে আর জেক ফ্লরিডাতে কাজ করে।
Stephanie is. She goes to college in Washington and Jack works in Florida.
Michelle স্টেফানি কি পড়ে?
What does Stephanie study?
Charles ইংরেজি।
She studies English.
Michelle ও কি এখন এখানে?
Is she here now?
Charles না, ও এখন স্কুলে।
No, she's at school.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।