বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 10 - রেস্টুরেন্টে খাবার অরডার করা ।
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Host নমস্কার, ফ্রেন্চ গারডেন রেস্তোরাঁতে আসুন। আপনারা কজন?
Hello sir, welcome to the French Garden Restaurant. How many?
Charles একজন।
One.
Host এই দিক দিয়ে। এখানে বসুন। পরিচারিকা আপনার কাছে এক্ষুনি আসবে।
Right this way. Please have a seat. Your waitress will be with you in a moment.
Waitress নমস্কার, আপনি কি এখন অর্ডার করবেন?
Hello sir, would you like to order now?
Charles হাঁ।
Yes please.
Waitress পানিয় কিছু চাই?
What would you like to drink?
Charles কি আছে?
What do you have?
Waitress আমাদের বটল ওয়াটার আছে। আর ফলের রস, কোক।
We have bottled water, juice, and Coke.
Charles আমাকে একটা বটল ওয়াটার দেবেন।
I'll have a bottle of water please.
Waitress কি খেতে চান?
What would you like to eat?
Charles আমি একটা টুনাফিশ স্যান্ডউয়িচ আর এক বাটি বেজিটেবিল সুপ খাব।
I'll have a tuna fish sandwich and a bowl of vegetable soup.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।