বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 19 - মহিলাটি কে?
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Donna জোসেফ, উনি কে?
Joseph, who is that woman?
Joseph উনি সুসেন।
That's Susan.
Donna উনি কি করেন?
What does she do for work?
Joseph উনি উকিল।
She's a lawyer.
Donna উনি কি আমেরিকান?
Is she American?
Joseph না। কিন্তু ইংরেজি পরিস্কার বলেন।
No, but she speaks English fluently.
Donna উনি খুব লম্বা। তুমি কি ওনাকে জানো?
She's really tall. Do you know her?
Joseph হাঁ। আমরা বন্ধু।
Yes, I know her. We're friends.
Donna যে ভদ্রলোক ওঁর পাশে দাড়িয়ে, উনি কে?
Who's that man standing next to her?
Joseph কোন লোক?
Which man?
Donna ওঁর বা দিকে বেটে লোকটি। উনার নাম কি?
That short guy on her right. What's his name?
Joseph ওতো মেট।
Oh, that's Matt.
Donna উনি খুব সুপুরুষ।
He's really good looking.
Joseph ঠিক।
Yeah.
Donna তুমি তাঁকে চেন?
Do you know him?
Joseph না, কিন্তু আমার মনে হয় যে আমার বোন তাঁকে চেনে।
I don't know him, but I think my sister does.
Donna উনি বিবাহিত?
Is he married?
Joseph হাঁ।
Yes, he's married.
Donna আমার মনে পরছে। আমাদের আলাপ হয়েছে.?
I remember now. I met him before.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।