নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Jessica
|
অমি এখুনি জিমের সাথে কথা বললাম।
| |
|
Mark
|
সে কি বলল?
| |
|
Jessica
|
সে বলল আজকের বিকেলের মিটিং তাকে বাদ দিতে হবে।
| |
|
Mark
|
ও, তাই।
| |
|
Jessica
|
কোন ঝামেলা?
| |
|
Mark
|
না, এটা তেমন বড় কিছু নয়। তার ও আমার আজ নতুন কিছু গ্রাহকের সাথে আলাপ করার কথা ছিল।
| |
|
Jessica
|
শুনে দুঃখিত হলাম।
| |
|
Mark
|
হু! সম্প্রতি এরকম কয়েকবার ঘটছে।
| |
|
Jessica
|
এটা আশ্চর্যজনক। কেন?
| |
|
Mark
|
তার স্ত্রী অসুস্থ ছিল, সে কারণে স্ত্রীর সেবীা করারা জন্য তাকে মাঝে মধ্যে আগে বাড়ি ফিরতে হচ্ছে।
| |
|
Jessica
|
ও তাই। কাজ কেমন চলছে?
| |
|
Mark
|
এমূহুর্তে একটু ধীরগতিতে। তোমার ফোনটি ধার নিলে তুমি কি কিছু মনে করবে? আমারটির ব্যাটারি নেই, আমাকে বসকে ফোন করে এ বিষয়ে বলতে হবে।
| |
|
Jessica
|
ঠিক আছে, নিয়ে আসি। ওটা গাড়িতে আছে।
| |
|
|