নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Karen
|
এই জিম।
| |
|
Jim
|
কারেন! তোমাকে উত্ভ্রান্ত লাগছে, ব্যাপার কি?
| |
|
Karen
|
কিছুনা। আমি একটু ভয়ে আছি।
| |
|
Jim
|
সব ঠিক তো?
| |
|
Karen
|
আগামিকাল আমার আঙ্গুলে অস্ত্রোপচার হবে।
| |
|
Jim
|
তোমার আঙ্গুলে কি হয়েছে?
| |
|
Karen
|
সেদিন বাস্কেটবল খেলতে গিয়ে আমি এটা ভেঙ্গে ফেলেছি।
| |
|
Jim
|
ও, খুব দুঃখিত।
| |
|
Karen
|
হ্যাঁ, সেদিন থেকে এটা আমাকে ভোগাচ্ছে।
| |
|
Jim
|
তুমি কি অস্ত্রোপচারকে ভয় পাও?
| |
|
Karen
|
হ্যাঁ, আগে আমার কখনও হয়নি।
| |
|
Jim
|
চিন্তা করনা। গত বছর আমার পায়ে অস্ত্রোপচার করতে হয়েছিল। সবকিছু ঠিকভাবে হয়েছিল।
| |
|
Karen
|
অস্ত্রোপচারের পূর্বে তুমি কি ভয় পাচ্ছিলে?
| |
|
Jim
|
কিছুটা। তোমার ডাক্তার কে?
| |
|
Karen
|
ডাঃ এলেন।
| |
|
Jim
|
ওহ, শুনেছি সে খুব ভাল। আমার মনে হয় না তোমার দুশ্চিন্তা করার মত কিছু আছে।
| |
|
Karen
|
বেশ। এতে আমার বেশ ভাল বোধ হচ্ছে।
| |
|
|