নাম:
|
|
অডিও
(ধীর গতির) |
অডিও
(স্বাভাবিক) |
Sara
|
থমাস, তোমার ইংরেজি তো বেশ ভাল। তুমি কি করে শিখেছ?
| |
|
Thomas
|
ও, আমার দেশে প্রত্যেককে প্রথমে গ্রেড থেকে ইংরেজি পড়তে হয়। আমি এ পর্যন্ত ১২ বছর ধরে ইংরেজি পড়ছি।
| |
|
Sara
|
ওহ, তা তো বেশ মজার। আমার মনে পড়ছে গত বছর আমরা যখন বেড়াতে গিয়েছিলাম আর তোমাদের বাড়িতে গেলাম। মনে পরে খুব বোশি লোক ছিলনা যারা আমার সাথে ইংরেজিতে কথা বলেতে পারছিল।
| |
|
Thomas
|
ওহ, তার কারণ ওরা ইংরেজি বেশি বলে না।
| |
|
Sara
|
তবে তারা তা স্কুলে বলে থাকে, তাই না? হতে পারে তারা আমাকে পছন্দ করেনি বলেই কথা বলতে চায়নি।
| |
|
Thomas
|
না, আসলে তোমাকে তাদের বেশ পছন্দ হয়েছিল। তারা আমাকে বলেছিল তুমি খুব ভাল। তারা লাজুক। তাদের বিদেশিদের সাথে কথা বলার অভ্যাস নেই। মনে পরে আমি যখন প্রথম আমেরিকায় এসেছিলাম মানুষের সাথে কথা বলতে আমার ভয় হত।
| |
|
Sara
|
ও তাই। আমি ভেবেছিলাম, তোমার দেশে অনেক আমেরিকান ইংরেজি শেখাচ্ছে।
| |
|
Thomas
|
হ্যাঁ, তা ঠিক। ৫ বছর আগে যত ছিল সম্ভবত: তার দ্বিগুন আছে আজ। তবে অধিকাংশই শহরে আছেন। আমরা গ্রামে থাকি।
| |
|
Sara
|
কেন বল তো? আমি নিজে শহরের চেয়ে গ্রামই পছন্দ করি। গ্রাম বেশ শান্ত ও শান্তিপূর্ণ। আমি যদি শেখাতাম, গ্রামে শেখাতে চাইতাম।
| |
|
Thomas
|
তোমার কি মনে হয় তুমি কোনোদিন শেখাবে? আমি জানি আমার শহরের স্কুলগুলো শিক্ষক খুঁজছে, তাই তুমি যদি চাও তাহলে আমি তাদের ফোন করে আরও বিস্তারিত জানতে পারি।
| |
|
Sara
|
না, আমি তেমন মনে করছি না। আমাকে সেখানে এক বছর থাকতে হবে এবং কাজের থেকে ওত সময় ছুটি পাব বলে মনে হয় না।
| |
|
Thomas
|
বেশ, তোমার মন পরিবর্তন হলে আমায় জানিও। আমার মনে হয় তুমি একটা দারুণ শিক্ষক হবে।
| |
|
|