বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 71 - ট্যাক্সি ভাড়া করা
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Taxi driver এই যে মিস, আপনার কি ট্যাক্সি দরকার?
Hello Miss, do you need a taxi?
Mary হ্যাঁ।
Yes.
Taxi driver আপনার সাথে মালপত্র আছে?
Do you have any luggage?
Mary মাত্র এই স্যুটকেস দু'টো।
Just these two suitcases.
Taxi driver ঠিক আছে, সেগুলো আপনার জন্য আমি পেছনে রেখে দেব। কোথায় যাবেন?
OK, I'll put them in the back for you. Where are you going?
Mary কমফোর্ট ইনে।
The Comfort Inn.
Taxi driver আমার মনে হয় বোষ্টনে এ রকম দু'টো আছে। আপনি কোনটিতে যাচ্ছেন?
I think there are two in Boston. Which one are you going to?
Mary যেটা ডাউন টাউনে।
The one downtown.
Taxi driver এটা কি আপনার প্রথমবার বস্টনে আসা?
Is this your first time in Boston?
Mary না, আমি এখানে অনেকবার এসেছি। এখানে কাজের জন্য অনেকবার আসতে হয়। আপনি কি জানেন, কতক্ষণ লাগবে?
No. I've been here many times. I come here for work all the time. Do you know how long it'll take?
Taxi driver মনে হয় অনেকক্ষণ না। সম্ভবত: ১৫ মিনিট।
It shouldn't take long. Probably about 15 minutes.
Mary ওহ, মনে হয় ট্রাফিকের বেশ ভীড়।
Wow, it looks like the traffic is really bad.
Taxi driver হ্যাঁ, সামনে কোথাও দূর্ঘটনা হয়ে থাকতে পারে।
Yeah, there might be an accident up ahead.
Mary ঠিক আছে, তাহলে পরবর্তী মোড়ে থামুন। আমি সেখান থেকে সাবওয়ে ধরব।
OK, then stop at the next intersection. I'm gonna get out there and take the subway.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।