বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 82 - বাবার জন্য চিন্তিত
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Kim এই যে পিটার, তোমার সাথে কি এক মুহূর্ত কথা বলতে পারি। শুনলাম শহর কেন্দ্রের কুকি ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছে।
Hi Peter, can I talk to you for a moment. I just heard the cookie factory downtown is going out of business.
Peter তুমি কোথায় শুনলে?
Where did you hear that?
Kim সারা আমাকে বলল।
Sara told me.
Peter আমি নিশ্চিত নই যে তা সত্যি। এ ব্যাপারে আমি আর কিছু শুনিনি।
I'm not sure that's true. I haven't heard anything about it.
Kim সে বলল যে তারা লোকজন কে ছাঁটাই করা শুরু করেছে।
She said that they have already started to lay people off.
Peter তোমার বাবা ওখানে কাজ করেন, না?
Doesn't your father work there?
Kim হ্যাঁ, আমি খুবই চিন্তিত যে উনারও ছাটাই হতে পারে, সে কেবল তিনমাস আগে সেখানে কাজ শুরু করেছেন। আমার কি করা উচিত মনে হয়?
Yes, I'm really worried he might get laid off, he just started to work there about three months ago. What do you think I should do?
Peter আমি হলে, তোমার বাবার সাথে কথা বলতাম।
I'd talk to your father.
Kim হ্যাঁ, তবে কোন সমস্যা যদি হয় সে আমাকে বলবে বলে মনে হয় না। সে আমাকে চঙ্চলিত হই চায় না, কিন্তু আমি খুবই জানতে চাই কি হচ্ছে।
Yeah, but if there was something wrong I don't think he'd tell me. He doesn't like to upset me, but I really would like to know what's going on.
Peter তাহলে এখন তুমি কি করতে চাও?
So what are you gonna do?
Kim ঐ কোম্পানির প্রেসিডেন্টের সাথে তোমার ভাল সম্পর্ক আছে তাই না?
Aren't you good friends with the president of that company?
Peter হ্যাঁ, বছর পাঁচেক আগে আমরা অন্য একটি কোম্পানীতে একত্র কাজ করতাম।
Yes, we use to work together at a different company about five years ago.
Kim বোধহয় তুমি তাকে ফোন করে কি হচ্ছে জানতে পার?
Maybe you could call him and see what's going on.
Peter আমি জানিনা। বোধহয় আমি করতে পারি। এখন দেরী হয়ে গেছে, তবে সকালে আমি তাকে ফোন করব।
Well, I don't know. I guess I could. It's pretty late now, but I'll call him in the morning.
Kim ওকে! তোমাকে অজস্র ধন্যবাদ।
OK, thanks so much.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।