বাড়ি   |   ১০০ পাঠ   |   ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ   |   ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ   |   সহায়তা
  অন্যান্য ভাষাসমূহ:  English   الْعَرَبيّة   Bahasa Indonesia   Bengali   Burmese   Chin   Deutsch    Español   Français   हिन्दी   日本語   한국어    Portugues   Pусский   ไทย   繁體   Tiếng Việt    中文
 

   
পাঠ 58 - ফোন কলের বাজে বার্তা গ্রহণ
প্রতিটি পাঠেই প্রাত্যহিক জীবনে ব্যবহার্য সংলাপ ওয়েছে। কোন উচ্চারিত বাক্য শুনতে অডিও কলামে ক্লীক করুন, কোন উচ্চারিত শব্দ শুনতে অডিও শব্দের উপওে কার্সও রাখুন। প্রতিটি ইংরেজি শব্দেও অর্থ জানতে শব্দেও উপওে ক্লিক করুন
আলাপচারিতা

স্বাভাবিক গতি:
 

ধীর গতি:

আলাপচারিতার বাক্য

নাম:
বাংলা/ইংরেজী (লুকানো)
অডিও
(ধীর গতির)
অডিও
(স্বাভাবিক)
Sharon হ্যালো?
Hello?
George শ্যারন, আমি জর্জ আবার বালছি। পাটিতে তুমি কখন পৌছাবে মনে করছো?
Hi Sharon it's George again. What time do you think you'll get to the party tonight?
Sharon দুঃখিত, কি বললে?
Sorry, what did you say?
George হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছো? আমি বললাম তুমি কখন পার্টিতে পৌছবে?
Hello, can you hear me? I said what time do you think you'll be getting to the party?
Sharon দুঃখিত, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না।
Sorry, I can't hear you.
George তুমি কি এবারে শুনতে পাচ্ছো?
Can you hear me now?
Sharon না, তেমন স্পষ্টভাবে না। এখানে বেশ চেচামেচি/শব্দ হচ্ছে।
No, not very clearly. It's really noisy here.
George এটা মনে হয় সেল ফোনের দোষ। আমার মনে হয় ভাল রিসেপশন পাচ্ছি না।
It might be my cell phone, I don't think I have very good reception.
Sharon ওহ, ঠিক আছে।
Oh, that's OK.
George আমি কি তোমাকে এখনই কল ব্যাক করবো?
Can I call you right back?
Sharon আচ্ছা।
OK.

 বাড়ি    ১০০ পাঠ    ১০০০ অত্যন্ত ব্যবহৃত পদ বা শব্দাংশ    ১৫০০ অত্যন্ত ব্যবহৃত শব্দ    সহায়তা     

Copyright, 2012, EnglishSpeak.com LLC. All rights reserved.
কপিরাইট, 2012, ঊহমষরংযঝঢ়বধশ.পড়স খখঈ, সকল স্বত্ব সংরক্ষিত।